স্বামী : আজ সবজিতে লবন একটু বেশি হইছে।
স্ত্রী : লবন ঠিকই আছে। সবজি কম ছিল তাই লবন বেশি মনে হচ্ছে। বলছিলাম সবজি একটু বাড়িয়ে আনতে।
★point : wife is always right.
স্বামী : কাচ্চি বিরিয়ানি করছো কিন্তু মাংস কোথায়?
স্ত্রী : কাশ্মিরি পোলাওতে কি কাশ্মির দেখা যায়! সুতরাং কথা না বলে চুপচাপ খেয়ে নাও।
★point : বলেছিলাম তো wife is always right
স্বামী : এক সপ্তাহ যাবত আলুভাজি খাচ্ছি, সো এই মাসে আর আলুভাজি খাবো না।
স্ত্রী : প্রতিদিন'ই তো কয়েক কাপ চা খাও। কোনো দিন তো বল না এক মাস চা না খেয়ে থাকবো! 😏
স্বামী : ওকে আগামীকালও আলুভাজি করো।
★point : you have to accept it; wife is always right
আরও পড়তে হাসির ছোট গল্প তে যান।