স্বামী স্ত্রীর মুচকি হাসির গল্প

in funny •  3 years ago 

18275207_112682579300153_3498720145734815727_n.jpg

স্বামী : আজ সবজিতে লবন একটু বেশি হইছে।
স্ত্রী : লবন ঠিকই আছে। সবজি কম ছিল তাই লবন বেশি মনে হচ্ছে। বলছিলাম সবজি একটু বাড়িয়ে আনতে।
★point : wife is always right.

স্বামী : কাচ্চি বিরিয়ানি করছো কিন্তু মাংস কোথায়?
স্ত্রী : কাশ্মিরি পোলাওতে কি কাশ্মির দেখা যায়! সুতরাং কথা না বলে চুপচাপ খেয়ে নাও।
★point : বলেছিলাম তো wife is always right

স্বামী : এক সপ্তাহ যাবত আলুভাজি খাচ্ছি, সো এই মাসে আর আলুভাজি খাবো না।
স্ত্রী : প্রতিদিন'ই তো কয়েক কাপ চা খাও। কোনো দিন তো বল না এক মাস চা না খেয়ে থাকবো! 😏
স্বামী : ওকে আগামীকালও আলুভাজি করো।
★point : you have to accept it; wife is always right

আরও পড়তে হাসির ছোট গল্প তে যান।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!