কাঁচা রসুন খাওয়ার উপকারিতা

in garlic •  6 years ago 

কাঁচা রসুন খাওয়ার উপকারিতা 

অনেকে জানেন না যে কাঁচা রসুন খাইলে কি হয় । এর কি কি উপকার আছে । যারা জানেন না শুধু তাদের জন্য আমার এই পোস্ট । 

আসলে কাঁচা রসুনে বিশেষ বিশেষ কিছু উপকারিতা আছে । একটি মানুষ যদি প্রত্যেক দিন ২ কুয়া করে রসুন খাই সে সর্বদা সুস্থ থাকবে । অনেক রোগ থেকে সে মুক্তি পাবে । শুধু রসুন দিয়া তৈরি একটি মেডিসিন আছে , ঐ মেডিসিন সাস্থের জন্য খুবই উপকারী । 

image source

আসুন জেনে রাখি কি কি উপকার হয় কাঁচা রসুন খাইলে ......

  1. কাঁচা রসুন শরীরের বাড়তি ওজন কমাই । শরীরের অতিরিক্ত চব্রি গলাই দেই । ফলে শরীর অনেক হাল্কা হয় । একটি স্বাভাবিক মানুষ হিসাবে চলার ক্ষমতা তৈরি করে দেই । শরীর স্লিম থাকে ।
  2. কাঁচা রসুন খাইলে ডাইবেটিস থেকে মুক্তি লাভ করা যাই।  ডাইবেটিস রোগে আক্রান্ত করতে পারে না। 
  3. কাঁচা রসুন খাইলে গ্যাসটিক আলছার রোগে আক্রান্ত করতে পারে না । শরীর সর্বদা সুস্ত থাকে ।  
  4. কাঁচা রসুন খেলে উচ্চ রক্ত চাপ কমাই । 
  5. হজম শক্তি বৃদ্ধি করে । 
  6. শরীরের হাড় মজবুত রাখে ।
  7. গর্ববতি শিশুদের জন্য অনেক উপকারি । 
  8. হজম শক্তি বাড়াই , ফলে খাওয়ার রুচি ঠিক থাকে । 

সুতরাং আমরা যদি নিয়মিত প্রত্যেকদিন সকালে কাঁচা রসুন খাই তাহলে আমরা অনেক উপকারিত হব  এজন্য নিয়মিত রসুন খান সুস্ত থাকুন । সবাইকে অনেক ধন্যবাদ 

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Comment removed.

ho ho

You got a 44.16% upvote from @emperorofnaps courtesy of @dipjol!

Want to promote your posts too? Send 0.05+ SBD or STEEM to @emperorofnaps to receive a share of a full upvote every 2.4 hours...Then go relax and take a nap!