হাই স্টিমিত বন্ধুরা......
আমি আপনি সব ভাল আশা করি? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি বাংলাদেশ থেকে এসেছি। তাই আমার অন্য ব্লগে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে প্রচুর গাঁদা ফুলের একটি ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি। গাঁদা ফুল খুব সুন্দর একটি ফুল। গাঁদা ফুল সবসময় পাওয়া যায়। তবে শীতকালে এটি বেশি পাওয়া যায়। এ ফুল চাষে স্বাবলম্বী হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে।
শখের বশে লোকজন বাড়ির উঠোনে গাঁদা ফুল লাগালেও এখন বাণিজ্যিকভাবে গাঁদা ফুলের চাষ হচ্ছে।
এই ছবিগুলো আমি আমার পাশের গ্রামে লাইভ তুলেছি। এখন এই গ্রামটি ফুলগ্রাম নামে পরিচিত। এখন এই গ্রামে বিভিন্ন ধরনের ফুল বাণিজ্যিকভাবে চাষ করা হয় যেমন গোলাপ, জপমালা, টিউলিপ, গাঁদা ফুল ইত্যাদি। আশা করি আমার ছবি আপনাদের ভালো লাগবে