আমি জানি এ লেখাটি অনেকেই বিশ্বাস করবে না। কেউ কেউ বলবে হেল্যুসিনেশন, কেউ বলবে অপটিক্যাল ইল্যুশন কেউ বলবে ডিসঅর্ডার। যে যাই বলুক, এর বৈজ্ঞানিক ভিত্তি থাক বা না থাক, তিনজন মানুষের মনের কোনে ক্ষত হয়ে থাকা বাস্তব এ ঘটনাটি নির্ভেজাল সত্য!!! (কারণ, আমি মেস হিস্টিরিয়া হতে শুনেছি, মেস হেল্যুসিনেশন হতে শুনিনি কখনও!!!)
Photo Credit: https://www.indiewire.com/gallery/best-ghost-movies/
ঘটনাটা আজ থেকে ৮-১০ বছর আগের। শীতকালীন ছুটিতে কলেজ বন্ধ থাকায় গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। দুদিন পরই জানলাম আমাদের পাশের গ্রামে যাত্রাপালার আয়োজন করেছে। শহুরে জীবনে এসব সংস্কৃতির সাথে পরিচিত না থাকায় খুব ইচ্ছে করছিল সরাসরি যাত্রা দেখার। রাতে ডিনার সেরে আমরা ১০টার দিকে রওয়ানা হলাম ওই স্থানে। কারণ যাত্রা ১০টায় শুরু হয়ে একটানা রাত ১টা পর্যন্ত চলবে। তখন শীতকাল ছিল, আমি আমার এক চাচাতো ভাই ফারুক আর দুঃসম্পর্কের এক সমবয়সী চাচা আমজাদকে নিয়ে রওয়ানা দিলাম। সমবয়সী বলে ওকে আমজাদ বলেই ডাকি। পথে আরো বেশ কজন সঙ্গী পেলাম। অবশেষে রাত সাড়ে দশটায় পৌছলাম। দেখলাম যাত্রা শুরু হয়ে গেছে। পালার নাম কমলার বনবাস।
Photo Credit: https://www.india.com/viral/ghost-video-recorded-on-iphone-shows-real-ghost-scaring-little-girl-540049/
টেলিভিশনে একবার যাত্রা দেখেছিলাম কিন্তু ওই যাত্রা আর এই যাত্রার মাঝে কিছু মৌলিক পার্থক্য আছে। যাত্রার প্রতিটি পর্বের বিরতিতে একটি করে অশ্লীল নৃত্য প্রদর্শনী হচ্ছিল( ওসব বাদ দিলে ভালই লাগছিল যাত্রা! রাত পৌনে বারটার দিকে হঠাৎ করে এলাকার মুরুব্বিরা সদলবলে হাজির হয়ে অশ্লীলতার অভিযোগে যাত্রা পন্ড করে দিলেন এবং মাইকযোগে সবাইকে যার যার বাড়ি চলে যেতে অনুরোধ করেন। সবার সাথে সাথে আমরাও রওয়ানা হলাম বাড়ীর পথে । কিছুদুর যাওয়ার পর সবাই দাড়িয়ে গেল।
সবাই ভাবছিল এতক্ষনে হয়তো আয়োজক কমিটি একটা রফাদফা করে ফেলেছেন! শেষে বিরক্ত হয়ে আমি আমজাদ ও ফারুককে নিয়ে রওয়ানা দিলাম এবং তারাতারি পৌছানোর জন্য রাস্তার বদলে ফসলি জমির বিশাল মাঠের উপর দিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম।তখন সবার ফসল কাটার পর্ব শেষ তাই জমির আইলের পরিবর্তে জমির উপর দিয়েই হাটা শুরু করলাম। কিন্তু কিছুদুর যাওয়ার পর টের পেলাম আজ প্রচুর কুয়াশা জমেছে।: