ভালো বন্ধু চেনার ২০ উপায়

in good •  7 years ago 

মানুষ সমাজবদ্ধ জীব। সে একা চলতে পারে না। জীবন চলার পথে অনেকের সাথে তাকে উঠাবসা করতে হয়। ভালো বন্ধুর গুরুত্ব সর্বপ্রথম।ভালো সঙ্গ মানুষকে স্বর্গে নিয়ে যায় অন্যদিকে খারাপ সঙ্গ মানুষকে নরকে তো নিবেই তার উপর এই দুনিয়ার জীবনকে সে দুর্বিসহ করে তোলে। তাই জীবন চলার পথে ভালো বন্ধুর প্রয়োজনীয়তা অপরিহার্য। এ বন্ধুত্ব ছোটবড় যে কারো সাথেই গড়ে উঠতে পারে।নিচে ভালো বন্ধু চেনার ২০টি উপায় উল্লেখ করা হলো: ১. আপনাকে হাসি মুখে গ্রহন করে কিনা।২. আপনার সাথে গল্প করতে পছন্দ করে কিনা।৩. আপনার পছন্দ-অপছন্দকে গুরুত্ব দেয় কিনা।৪. মনের কথাগুলো আপনার সাথে শেয়ার করে কিনা।৫. আপনাকে নিয়ে ঘুরতে বের হয় কিনা।৬. আপনার মান-সম্মানের দিকে লক্ষ্য রাখে কিনা।৭. আপনাকে বুঝতে চেষ্টা করে কিনা।৮. বন্ধুর পছন্দ নয় এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব বা চলাফেরা করে কিনা।৯. আপনার ভুলগুলো আঙুন দিয়ে দেখিয়ে দেয় কিনা।১০. আপনাকে ভালো পরামর্শ দেয় কিনা।১১. আপনার পিছনে বদনাম করে কিনা।১২. আপনার আদর্শকে পছন্দ করে কিনা।১৩. অন্য কারো সামনে আপনাকে অপমান করে কিনা।১৪. ভুল বোঝাবুঝি হলে তৃতীয় জনকে না জানিয়ে নিজেরা সমাধান করে কিনা।১৫. আপনার রাগ কিংবা অভিমান ভাঙায় কিনা।১৬. ভালো পথে চলার পরামর্শ দেয় কিনা।১৭. খারাপ পথে গেলে বাধা দেয় কিনা।১৮. আপনার জন্য আল্লাহর নিকট দোয়া করে কিনা।১৯. আপনার ছোটখাট স্বপ্নকে পূরণ করে কিনা।২০. আপনার ছোটখাট অপরাধগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে কিনা। উপরোক্ত বৈশিষ্ট্য না থাকলে তাকে বন্ধু হিসাবে গ্রহণ করা আত্নঘাতী সিদ্ধান্ত বৈ কিছু না।ভুল পথে না হেঁটে সময় থাকতে সঠিক পথে হাঁটা শিখুন। দেখবেন জীবনটা সত্যিই সুন্দর।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

r8

Tnx

vote comment reply

Tnx