মন থেকে সবাইকে ভালবাসুন এবং ভাল ব্যবহার করুন

in goodhabit •  7 years ago 

মানুষ মরণশীল ,মানুষ আকদিন না আকদিন মরবেই। এজন্য মানুষের সাথে সব সময়ই ভাল ব্যবহার করবেন। এই ব্যাবহারের কারনে আপনি ও একজন ভাল মানুষ হতে পারেন। সমাজের বুকে আপনার একটা ভাল নাম থাকবে।

মানুষ এখন খুব বেশীদিন বেছে থাকে না। খুব বেশি হলেও ৫০-৭০ বছর। আর  এর মাজেই ঘতে যাই অনেক কিছু। মানুষ মানুসে হিংসা মারামারি কাটাকাটি আর ও কত কি। 

ক্ষমতার লোভে অনেক কিছু ঘতে যাই। মানুষ মানুসকে হত্যা করে। এটা মিথ্যা নই । বর্তমানে এটি বাংলাদেশে হচ্ছে। টাকার লোভে ভাই ভাইকে চেনে না। ভাই ভাইকে মেরে ফেলতেচে। 

কি দুনিয়া আইল। সন্ধ্যার আধারে বাইরে বের হওয়া যাই না। বাইরে বের হতে হই জিবনের ঝুকি নিয়া। 

আপনি আজ ভাল মানুষ হইয়া বারি থেকে বের হবেন কিন্তু ভাল এবং সুস্ত হইয়া বারিতে ফিরে জাবেন আর কোন নিচ্ছতা নাই। 

রাস্তাই বের হলে নানান রকমের মানুষ। কখন কি ঘতবে আপনি ও বুজতে পারবেন না। 

সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভাল থাকবেন এবং আমার পোস্ট পড়ার জন্য অনেক ধন্যবাদ ।সবাই ভাল থাকবেন
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Comments were hidden due to low ratings.