Gp Flexiplan | How to buy a pack|

in gp •  4 years ago 

Gp flexi plan কি?

এটি হলো জিপি সিম এই কাছ থেকে পাওয়া অফিশিয়াল একটি অ্যাপস যার দ্বারা জিপি সিম ব্যবহারকারীরা সমস্ত প্যাকেজসমুহ নিয়ন্ত্রণ করতে পারবে।

এটি প্রধানত তৈরি করা হয়েছে কাজকে আরও বেশি সহজতর করার জন্য, যাতে করে যেকোনো ধরনের প্যাকেজ ক্রয় করতে আপনার কোন ধরনের ভোগান্তি পোহাতে হয় না।

এই অ্যাপসটি সহযোগিতায় আপনি খুব সহজেই ডাটা প্যাক ক্রয় করতে পারবেন। শুধু তাই নয় এটি ব্যবহার করার ক্ষেত্রে আপনি অনেক বড় ডিসকাউন্ট পাবেন।

কেন আপনি ব্যবহার করবেন gp flexi plan সেবা?

এটি গ্রামীণফোন সিম এর কাছ থেকে পাওয়া জনপ্রিয় একটি অনলাইন সেবা পোর্টাল। যা ব্যবহার করার মাধ্যমে আপনি বহুবিধ সুবিধা অর্জন করতে পারবেন।

এবং যেকোনো ধরনের ডাটা প্যাক ক্রয় করার ক্ষেত্রে আপনি অনেক বড় ডিসকাউন্টের সাথে ডাটা প্যাকেজ ক্রয় করতে পারবেন।

এক্ষেত্রে আপনি যখন কোন ডাটা প্যাকেজ ক্রয় করবেন তখন এতে অনেক বড় বড় ডিসকাউন্ট এর মধ্যে উল্লেখযোগ্য হলো 50-60% বা তার চেয়েও বেশি।

এটা নির্ভর করবে আপনি কি পরিমান প্যাকেজসমূহ ক্রয় করেছেন এবং কতটি মিক্স প্যাকেজ ক্রয় করছেন তার উপর।

এখানে মিক্স প্যাকেজ বলতে আপনি চাইলে একসাথে: মেগাবাইট, এসএমএস কিংবা টকটাইম অফার সবকিছু ক্রয় করতে পারবেন।

এবং আপনি যখন এই সমস্ত মিক্স প্যাকেজ গুলোকে খুব বেশি মেয়াদের সাথে ক্রয় করবেন তখন ডিসকাউন্ট এর পরিমাণ অনেকটা বেড়ে যাবে।

আর এই সমস্ত সুযোগ সুবিধার জন্য, এবং আপনারা সমস্ত কার্যক্রমগুলো সহজতর করার জন্য আপনি অবশ্যই gp flexi plan অ্যাপস ব্যবহার করবেন।

অ্যাপসটি ব্যবহারের সুবিধা-

এছাড়াও আপনি চাইলে এই অ্যাপসটির সহযোগিতায় আপনার নানা ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবেন। যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:

• সাশ্রয়ী মূল্যে ডাটা প্যাক ক্রয়
• এসএমএস কিনতে পারবেন
• মিনিট প্যাক কিনতে পারবেন
• বান্ডেল কিনা তিন মাসের সর্বশেষ হিস্টরি দেখতে পারবেন
• বন্ধুদের সাথে ইন্টারনেট শেয়ার করতে পারবেন

এছাড়াও চাইলে আপনি আরো অনেক ধরনের কার্যাদি সম্পাদন করতে পারবেন এই ছোট্ট একটি অ্যাপস এর সহযোগিতায়।

তাহলে প্রথমে নিচের দেয়া লিঙ্ক থেকে gp flexi plan অ্যাপসটি প্রথমে ডাউনলোড করে নিন।

Load more

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!