আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভাল আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভাল আছি। আমি মোঃ রবিউল ইসলাম। আমার দৈনন্দিন জীবনে কাজ থেকে আজকে আমি লিখবো।
[ছবিটি আমার ফোন ক্যামেরা দিয়ে তোলা]
আজ সকাল আটটার দিকে আমি ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে আমি পুকুরপাড়ে যাই। পুকুর পাড়ে সাথে ধান ক্ষেত ছিল। ধানক্ষেতের পাতার উপরে ছোট ছোট শিশিরের বিন্দু ছিল। দেখতে খুব সুন্দর লাগতেছিল। আমি সেগুলোর ফটো তুলি।
নয়টার দিকে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ ছিল জিম্বাবুয়ের সাথে। তখন আমি খেলা দেখতে বসি। খেলাটি ছিল খুব উত্তেজনা পুণ্য। রুদ্ধশ্বাস উত্তেজনায় স্টেডিয়ামের প্রায় সকল দর্শক দাঁড়িয়ে গিয়েছিল। কারণ খেলাটি পেন্ডুলামের মতো ঝুলতেছিল। তখন এমন একটা অবস্থা ছিল ম্যাচটি জিততে পারত যে কোন দলই। তখনই শেষ ওভারের জন্য অধিনায়ক সাকিব আল হাসান মোসাদ্দেকের হাতে বলটি তুলে দেন। শেষ ওভারের প্রয়োজন ছিল ৬ বলে ১৬ রান। তখন সকলের মধ্যে উত্তেজনা ভর করছিল। মোসাদ্দেক যখন শেষ ওভারে ছক্কা খান তখন বাংলাদেশের দর্শকদের অবস্থা ছিল করুন। তবে শেষমেষ বাংলাদেশ ম্যাচটি জিতে নেয়। নাটকীয়ভাবে বাংলাদেশ খেলাটি জিতে নিয়েছিল। এটা বাংলাদেশের এবারের বিশ্বকাপের দ্বিতীয় জয়। তিন রানের জয়ের কারণেই সেমিফাইনালের স্বপ্ন বেঁচে রইল বাংলাদেশের।
এই ম্যাচের গুরুত্বপূর্ণ টানিং পয়েন্ট ছিল 19 তম ওভারের সাকিব আল হাসান এসে শেন উইলিয়ামসের রান আউট।
খেলাটি ছিল দুর্দান্ত। খেলাটি দেখে আমি খুব আনন্দ পাই। খেলা শেষ করে আমি চলে আসি আমাদের গ্রাম সমিতির ঘরের দিকে। এই ঘরটির অধিকাংশ সময় বন্ধ থাকে তাই আমি এখানে এসে আড্ডা দেই। এখানে এসে কিছুক্ষণ সময় ব্যয় করে আমি আবার বাড়ি চলে যাই। বাড়িতে যেয়ে আমাদের গরুর জন্য খাবার তৈরি করে তাদেরকে খেতে দেই।