ঘাসফড়িং সবাই দেখেছে। ঘাসফড়িং সাধারণত ঘাসে উড়ে বেড়ায়। অনেক জায়গার মানুষ ঘাসফড়িং খেয়ে থাকে। আমরা আগে ঘাস ফড়িং দিয়ে মাছ ধরতাম। কই মাছ ঘাস ফড়িং দিয়ে ধরা যেত। কই মাছ ঘাসফড়িং টপটপ করে গেলে। কই মাছ ধরতে গেলে আমরা আগে ঘাস পানি নিয়ে যেতাম। ঘাসফড়িং ঘাসের মধ্যে থেকে আমরা সংগ্রহ করতাম। ঘাসফড়িং সাধারণত সবুজ এবং ধূসর বর্ণের হয়ে থাকে। এদের ছয়টি পা থাকে। এদের পা গুলো কাটাযুক্ত হয়ে থাকে।
ঘাসফড়িং
last year by abdurrob (57)