কবরে যে ৩ টি প্রশ্ন করা হবে

in grav •  5 months ago  (edited)

![IMG20240730123437.jpg](UPLOAD FAILED)
হযরত আনাস ইবনে মালেক রাঃ বলেছেন - মৃতকে দাফন করার পর তাকে পুনর্জীবিত করা হয় অতঃপর মুনকার -নাকির নামক দুইজন ফেরেস্তা তাকে তিনটি প্রশ্ন করবে ।যাদের কবর দেওয়া হয় না ,তারাও এই সওয়াল- জওয়াব থেকে রক্ষা পাবে না । আর এই সওয়াল- জওয়াব ভাষা হবে আরবি। যারা আরবি জানে না তখন আল্লাহ কুদরতে তারা আরবিতে কথা বলতে পারবে।
প্রশ্ন ৩ টি হলো:-
১ ।। মান রাব্বুকা অর্থাৎ তোমায় প্রভু কে ?
২।।ওয়ামা দীনুকা অর্থাৎ তোমার ধর্ম কি ?
৩।। নবী করিম( সাঃ) কে দেখিয়ে প্রশ্ন করা হবে ,
মান হাযা'র রাজুলু অর্থাৎ এইট ব্যক্তি কে ,?

আল্লাহর মেহেরবানীতে মুমিন বান্দা এভাবে সঠিক জবাব দিতে পারবে ।
১। রাব্বি আল্লাহ অর্থাৎ আল্লাহ আমার প্রভু ।
২ দীনি আল ইসলাম অর্থাৎ আমার ধর্ম ইসলাম
৩।হুয়া রাসুলুল্লাহ অর্থাৎ তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লাম।
এরপর তার কবর কে প্রশস্ত ও আলোকিত করা হবে এবং তাকে বেহেস্তের মনোরম পরিবেশে শান্তিতে ঘুমিয়ে থাকতে বলা হবে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!