এই গরমে ডাব কেন খাবেন,ডাব খাওয়ার উপকারিতা

in greencoconut •  7 years ago 

আমাদের বাংলাদেশের পচুর পরিমাণে গরম পড়তেছে । আর এই গরম থেকে পছুর পরিমাণে শরীর থেকে ঘাম ঝরে ।ফলে পছুর পরিমাণে ক্যালরি ক্ষই হয়। আর এই ক্যালরি পুরন করার জন্য ডাব খাওয়ার বিকল্প নাই। ডাব খাইলে আমাদের শরীরের এই ঘারতি পুরন করতে সম্ভব। এই ঘারতি পুরন না হলে অনেক ক্ষতি হতে পারে। যেমন জন্ডিস ,হওয়া সম্ববনা বেশি থাকে। আর আমাদের দেশে সব জেলাতেই ডাব পাওয়া যাই। ডাবের মূল্য খুব বেশি নই। আপনারা চাইলে প্রত্যেক দিন ডাব খাইতে পারেন। ডাবের পানিতে পতি ১০০ গ্রাম ডাবের পানিতে ৭০ কিলো জুলো খাদ্য শক্তি রইয়াছে। 

image source

উপকারিতাঃ

  1. কচি ডাবের পানিতে শরীর ঠাণ্ডা রাখে।
  2. ডাবের পানিতে পছুর পরিমাণে পটাসিয়াম , ক্যালসিয়াম , ভিটামিন সি, ইত্যাদি পাওয়া যাই। এইগুলো মানুসের জন্য খুবই উপকারী। 
  3. ডাইরিয়া হলে কচি ডাবের পানি বেশ উপকারী। পটাশিয়াম আর জন্য খুব ভাল উপকার পাওয়া যাই।
  4. ডাবের পানি মুখের মেস্তা দূর করে। এবং সুন্দর চেহারা করে তোলে।
  5. ডাবের পানিতে অনেক রোগ প্রতিরোধ করে। 
  6. ডাবের পানি অনেক সময়ই স্যালাইন হিসাবে কাজ করে থাকে। 


image source

চাষঃ

ডাব বাংলাদেশে সব জেলাতেই চাষ করা যাই। বাংলাদেশে পছুর পরিমাণে নারকেল গাছ আসে। বর্তমানে নারকেল এর উৎপাদন কমে গেছে। কারন মোবাইল কম্পানির টাওয়ারের জন্য নারকেল এর উৎপাদন কমে গেছে। 

ডাব সংগ্রহঃ

নারকেল হওয়ার আগ পজন্থ গাছ থেকে ডাব সংগ্রহ করা হয়। এই সময়ই ডাবের খলস খুব নরম থাকে। এবং এই ডাবের পানিতে অতিরিক্ত পরিমাণে লবন পাওয়া যাই। যা শরীরের জন্য খুবই ভাল। একটি নারকেল এর থেকে একটি ডাবের মূল্য বেশি । এজন্য বেশি ভাগ ক্ষেত্রে ডাব সংগ্রহ করা হয়। 

পরিশেষে আমি বলতে পারি সুস্ত থাকার জন্য প্রত্যেক দিন ডাব খাওয়ার বিকল্প নাই। একটি মানুষের প্রতিদিনের ঘারতি পুরন করতে পারে এই ডাবের পানি। 
সবার সুস্ত কামনা করছি ।এবং আমার পোস্ট পড়ার জন্য অনেক ধন্যবাদ । সবাই সুস্ত থাকবেন ভাল থাকবেন। 
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

it contains lot of k . this mineral gives us energy a lot .. however it can be uptaken when man is affected of diarrhea ... it fill up salt in our body ...

This comment has received a 0.60 % upvote from @booster thanks to: @desh2.

আপনাকে ও অনেক ধন্যবাদ....এত সুন্দর করে লিখার জন্ন্যে.....

good

Your post was very good.

ধন্যবাদ ভাই😊

A pesar no de no entender lo que escribiste, una imagen dice más que mil palabras!, Coco fruta tropical deliciosa, la leche de coco es beneficiosa, y rica; y la carne de este fruto también. Una muy buena fruta, relajante

Thanks for sharing....

This post has received a 19.17 % upvote from @booster thanks to: @mrsadman.

Darun Post

472 paid for votes. This is just pathetic now.

You got a 1.61% upvote from @postpromoter courtesy of @mrsadman!

Want to promote your posts too? Check out the Steem Bot Tracker website for more info. If you would like to support the development of @postpromoter and the bot tracker please vote for @yabapmatt for witness!

Muy interesante! Gracias por compartirlo

Wow. what an excellent post on Asian food.