হ্যালো বন্ধুরা
আরোহী এখানে,
আশা করি আপনাদের সবার জীবনে ভালো দিন কাটছে।।আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আশা করি আপনারা অবশ্যই আমার আগের পোস্টটি পছন্দ করবেন।😁 আমি এখানে আমার আজকের পোস্ট শেয়ার করতে এসেছি তাই আর দেরি না করে শুরু করা যাক। আশা করি এই ছবিগুলো আপনার ভালো লাগবে।নিচে ফটোগ্রাফি গুলার ছবি দিয়ে এদের একটু বিবরণী দেওয়া হলো;
এটাই ধানক্ষেত। এসব ক্ষেত কয়েকদিন আগে চাষি বপন করেছিলেন। তারপর কিছুদিনের মধ্যেই এখানে সার দিচ্ছেন যাতে গাছগুলো খুব সুন্দর হয়। তাছাড়া গাছের দ্রুত বৃদ্ধির জন্য এই সার খুবই গুরুত্বপূর্ণ। তাই কিশোর বয়সের মতো সেখানে জৈব সার ও রাসায়নিক সার দেওয়া হয়। এসব সারের মাধ্যমে কাজগুলো অনেক বড় হয়ে যায়। আর একসময় চারদিক সবুজে ভরে যায়।
এই জায়গার পাশে একটি রাস্তা ছিল। এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই চাচা আমাকে ডেকে তার কাছে গেলেন। ভালো-মন্দ জিজ্ঞেস করলেন। তারপর জিজ্ঞেস করলাম সময় কেমন যাচ্ছে আর কেমন লাগছে। পরে আমি আমার মোবাইল ফোনের ক্যামেরা দিয়ে এই জায়গার কিছু সুন্দর ছবি তুলেছিলাম। পরে এই ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ছবিগুলো ভালো লেগেছে।