আসসালামু আলাইকুম :)
কেমন আছেন সবাই ?আশাকরি ভালো আছেন :)
আমরা যারা হ্যাকিং নিয়ে লেখা-লেখি করি বা টেকএক্সপার্টদের কাছে একটা কমন প্রশ্ন আসে-
ভাই কিভাবে শিখবো?কই থেকে শিখবো?ব্লা ব্লা ব্লা :-/
আপনি হ্যাকিং শিখতে হলে কিছু জিনিস দরকার পড়বে-
সময়
ধর্য্য
ডেডিকেশন & পেসন
নলেজ
থিংকিং এবিলিটি (হ্যাকারদের মতো চিন্তা করা)
সময়-প্রতিদিন আপনাকে একটা নির্দিষ্ট সময় ব্যয় করতে হবে মিনিমাম ধরেনিন ২-৩ ঘন্টা ।অনেকেই বলবেন ভাই এইটা কোন ব্যাপার হলো?আমি তো প্রতিদিন ৪-৫ ফেবুসবুকিং করতে করতেই কাটায় দেই সো আমি পারবো ।
ভাই থামেন :) ফেসবুকিংয়ে ৪ ঘন্টা ব্যয় করা মানে এই না আপনি টাইম দিচ্ছেন ,আপনাকে টাইম দিতে হবে বিভিন্ন এক্সপ্লোয়েট কিভাবে কাজ করে,নতুন নতুন বাগ গুলা জানতে হবে,কিভাবে স্ক্রিপ্ট ইউজ করতে হয়,কিভাবে স্ক্রিপ্ট মেক করতে হবে,কিভাবে কোডিং করতে হয়,বাগ বের করা,রিসার্চ ও রিসার্চ>>>>চলতেই থাকবে
ধর্য্য- আপনার ধর্য্য থাকতে হবে না হলেই আগেই রাস্তা মাপেন :) ।আপনি টিউটোরিয়ালে দেখবেন তাদেরটা কাজ করতেছে কিন্তু আপনি হয়তো অইভাবে করতে পারবেনা বা সাক্সেস হবেন না।আপ্নাকে বার বার প্রচেস্টা চালিয়ে যেতে হবে।
ডেডিকেশন & প্যাসন- আপনার কাজের প্রতি আপনাকে ডেডিকেটেড হতে ,আপনি একটা কাজ ধরেছেন পারছেন না?আপ্নি স্কিপ করবেন? নো আপনাকে চেষ্টা চালিয়ে হতে ততখন যতখন না আপনি সাক্সেস হচ্ছেন।আর প্যাশন আরে ভাই প্যাশন ছাড়া এই জগতে আসছি নাকি?
জি ভাই আপনার মত বহু আসছে -আবার চলেও গেসে :-/ তারা এসেছিলো “ফেম”এর জন্য :-/ তো আপনাকে কাজের প্রতি প্যাশনেট হতে হবে আদারওয়াইজ কালের অতল গহব্বরে হারিয়ে যাবেন।
নলেজ- নলেজ ছাড়া কিছুই সম্ভব না :) সো এর অন্যথায় কিছুনাই।অনকেই ভাবতেছেন ভাই আমি এখনো কোডিং শেখা হেত বললাম না কেন?
ওয়েট ভাই শবুরে মেউ ফলে :D নলেজ এরিয়াতে কভার হবে সব :) । আপনাকে ইংলিশ ল্যাংগুয়েজের উপর ভালো দক্ষতা থাকতে হবে কারন বেশির ভাগ টিটোরিয়াল এই ভাষায় পাবেন।বাংলা,ইংলিশের পাশাপাশি আরো কিছু ভাষা জেনে নিলে আরো ভালো কারন বিভিন্ন হ্যাকিং ফোরাম গুলাতে যার যার লোকাল ল্যাংগুয়েজ ইউস করা হয়।
এর পাশা-পাশি আপনাকে আরো কিছু কোডিং ল্যাংগুয়েজ জানতে হবে-(এইচটিএমএল,পিএইচপি,জাভা,পাইথন,সি,সি++,পার্ল.....................চলতেই থাকবে) ।
থিংকিং- একজন সাধারন মানুষ যেভাবে চিন্তা করে সেভাবে করলে আপনি সারাজিবন ভিক্টিম হয়ে থাকবেন :P হ্যাকার হতে হলে আপনাকে হ্যাকারদের মতো চিন্তা করতে হবে :) কিভাবে ,কি,কখন ভিক্টিমের এর তথ্য বা কাজ হাসিল করে নেয় যায়।
ভাই কিভাবে হ্যাকারদের মতো চিন্তা করা যায়??কিভাবে শিখবো??এটা শিখতে হবেনা উপরের স্টেপ ফলো করলে আপনা আপনি ই চলে আসবে :)
আজকে মতো এই পর্যন্তই :) ভালো থাকবেন :)
আপনারা চাইলে আরো টিউন হবে ইনশাল্লাহ :D
ধন্যবাদ :)