সম্মানীত steem ব্যবহারকারী বন্ধুগণ সকলের প্রতি জানাই আন্তরিক সুভেচ্ছা ও অভিনন্দন। আমি আজ বাস্তবে ঘটা একটি ঘটনা সম্পকে আপনাদেরকে জানাবো। ঘটনাটি হলো আজ ২৯-০৯-২০২১ইং তারিখ আমি যখন আসরের নামাযের অযু করতে টিওব ওয়েল এর নিকট গেলাম সেখানে ৭০-৮০ বছরের এক বৃদ্ধ ব্যক্তিকে বসে থাকতে দেখলাম এবং আমি তাহাকে বললাম যে, আপনি অযু করেন প্রশ্নউত্তরে বৃদ্ধ লোকটি বলে উঠলে বাবা টিওব ওয়েলে চাপ দেন আর আমি বিপরীত পাশে অযু করি আর তুমি ওই পাশ থেকে অযু কর। এক পযায়ে অযু শেষ করলাম । আর পরে লক্ষ্য করলে বৃদ্ধ লোকটির কোমড় হেলে গিয়েছে । ভালো মতে দাড়াতে পাড়েনা। সে অবশ্য আমার আগেয় মসজিদে প্রবেশ করেছে। একটু পর আমি ও মসজিদে প্রবেশ করলাম । আর জামাত আরম্ব হলো। নামাযের শুরুতেই লক্ষ্য করলাম যে, বৃদ্ধ লোকটি আমার সামনেই কাতারে বাকা মেরু দন্ড নিয়েই দাড়িয়ে নামাযের নিয়ত করল। আর আমি মনে মনে অনেক কিছুই চিন্তা করলাম হায় রে মানুষ একদিন আমি বা অন্য অনেকেই বৃদ্ধ লোকটির মতো হয়তো হয়ে যাবে। তাই চিন্তা করলাম যে আজ নাহয় যুবক আছি একদিন থাকবো না। তাই সবার নিকট বিনীত আবেদন এই যে, সবাই পাঁচ ওয়াক্ত নাম পড়বো।
আল্লাহ আমাদের সহায় হন। আমিন।