আপনি কি অনেক বেশি কিছু আশা করেন

in happy •  7 years ago 

যে যত কমে খুশি থাকে, তার জীবন তত বেশি সুন্দর। কিন্তু মানুষের জীবন ই এমন যে, চাহিদার কোন কমতি থাকে না। কিন্তু এত বেশি চাহিদা থাকা উচিৎ নয়, যে জীবন অতিবাহিত করা কষ্টকর হয়ে পড়ে। আর আপনার চাহিদা যদি সব আপনার জীবন সঙ্গীকে ঘিরেই চলতে থাকে, তাহলে বিপত্তি বাঁধার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু কিভাবে বুঝবেন যে আপনার চাহিদা বেশি?

তাহলে পড়ে নিন এই আর্টিকেল টি, দেখেন কিছুটা সাহায্য হয় কিনা-

১. আপনার সঙ্গী আপনার জন্য যা কিছুই করুক না কেন, আপনার কখনও মন ভরে না। সে যদি ভালবেসে আপনার জন্য চা তৈরি করে নিয়ে আসে, তাহলে এর মাঝেও আপনি দোষ খুঁজে বের করেন। লিকার কতটুকু হলে ঠিক হত, বা চিনির কম-বেশি সমস্যা এসব নিয়েই আপনার মাতামাতি শুরু হয়ে যায়। তার ভালবাসা দিয়ে তৈরি করা এই চা, তখন ফিকে হয়ে যায়।

২. আপনি সবসময় তার উপর অসন্তুষ্ট। সে জীবনে যতই এগিয়ে যাক না কেন, আপনার তাতে কিছু আসে যায় না। কারণ আপনার তার বেশি বেশি সফলতা দেখতে ইচ্ছা করে। তার ভাল চান বলেই এমন করেন, তবে তার উপর এভাবে চাপিয়ে দেয়াটাও ঠিক নয়।
৩. আপনি সবসময় তার আচার-ব্যবহার নিয়ে হাসি তামাশা করেন। তার মন কখনও বুঝার চেষ্টা করেন না। এমনকি তার পোশাক নিয়েও প্রশ্ন তুলেন আপনি। তাহলে আপনি ভুল পথেই হাঁটছেন।

৪. আপনি এই সম্পর্কে একটুও সুখী নন। আপনি মনে করেন, আপনার যতটুকু পাওনা তার কিছুই আপনি পাচ্ছেন না। সে আপনাকে তোয়াক্কা করে না। আপনাদের মাঝে কোন প্রকার আকর্ষণ অনুভব করেন না। আপনার মনে হয় যে, আপনি তার সাথে বাস করতেই পারবেন না! এবার লক্ষ্য করে দেখুন, সেও কি আপনাকে নিয়ে এরকম কিছুই ভাবে কিনা?

৫. আপনি বারবার এই সম্পর্ক শেষ করে ফেলতে চান। আপনার বারবার মনে হয়, সামনের দিকে আগানো সম্ভব নয়। কারণ আপনি কোন বিষয়ে ছাড় দিতে রাজি নন। আপনি আপনাদের সম্পর্ক ঠিক রাখতে সবকিছু পারফেক্ট করতে চান, কিন্তু এতেও সবকিছু বেশি বেশি চান। তাহলে এখনি জেগে উঠুন, কারণ এই পৃথিবীতে কোন সম্পর্কই পারফেক্ট নয়। -সূত্রঃ ফেমিনা।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Vote for vote?

thanks for ur vote

👍👍👍

thanks for your vote

Congratulations @fazlulhoque! You have completed some achievement on Steemit and have been rewarded with new badge(s) :

Award for the number of upvotes

Click on any badge to view your own Board of Honor on SteemitBoard.
For more information about SteemitBoard, click here

If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

By upvoting this notification, you can help all Steemit users. Learn how here!

bhai post ta valo laglo , i want to share it with some of my fnd. would u mind if i did?