ব্রা পরা ক্ষতিকর ? জেনে নিন কিছু অজানা তথ্য।

in health •  last year 


Image Source

বেশিরভাগ মহিলারা জানেন না ব্রার ক্ষতিকর দিকটা কি এবং ভালো দিকটায় বা কি । এছাড়া ব্রা নিয়ে আমাদের সমাজে অনেক ভুল দৃষ্টিভঙ্গি রয়েছে । ব্রা কে একটা খারাপ দিকের সাথে তুলনা করা হয়ে থাকে । কিন্তু ব্রা আসলে একটা আন্ডারওয়ার যা একটা মেয়ে পরবে কি না পরবে সেটা সম্পূর্ণ রূপে তার উপর নির্ভর করে ।

আমাদের বেশ কিছু ভুল ধারণা রয়েছে ব্রা নিয়ে । অনেকে মনে করেন ব্রা পরে না থাকলে তাদের স্তনের শেপ নষ্ট হয়ে যাবে বা ঝুলে যাবে । সেটা হয়তো অনেকটা ঠিক কথা কিন্তু সবসময় ব্রা পরে থাকলেও তার অনেক ক্ষতিকর দিক রয়েছে ।

যে সমস্ত মহিলারা ২৪ ঘণ্টা ব্রা পরে থাকে তাদের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় । যারা তাদের স্তনযুগলকে টাইট রাখার জন্য এবং যাতে আকর্ষণীয় লাগে তার জন্য টাইট ব্রা পরে তাদের ভবিষ্যতে বিভিন্ন রোগের শিকার হতে হবে ।

ব্রা টানা অনেকক্ষণ পরে থাকলে বুকের ওপর এবং কাধের উপর রক্ত চলাচল ঠিকভাবে হতে পারে না যার কারণে স্তন দুটি ভালোভাবে রক্ত পাই না যার ফলে বোঁটাগুলো খুব শক্ত হয়ে যায়। এর ফলে কোনো মেয়ে যখন মা হয়, তখন তার বাচ্চা কে দুধ খাওয়াতে অনেক সমস্যা দেখা দেয় । ঠিক মত বোঁটা থেকে দুধ বের হয় না । এছাড়া , ব্রা বেশী পরে থাকলে বুকের ক্যান্সার হওয়ার সম্ভবনা বেড়ে যায় অনেক।

বর্তমানে , নতুন স্টাডি বলছে যে কাজের টাইমে মেয়েদের ব্রা পরা উচিত , কারণ সেই সময় যদি তারা সেটা না করে তাহলে স্তনযুগল অনেক বেশি নড়াচড়া করে যার জন্য পরে বুকে ব্যাথা হতে পারে । তাই যখন ব্রা পরা হয় তখন খেয়াল রাখতে হবে ব্রা যেনো খুব বেশি শক্ত করে বুকটা চেপে না ধরে । ব্রা র পিছনের স্ট্রিপ টা ঠিকমতো বাড়িয়ে কমিয়ে সাইজ টা মেইনটেইন করতে হবে । আর অবশ্য, ঘুমানোর সময় ব্রা খুলে ঘুমানোর দরকার । কারণ , রাতে আমাদের শরীরে রক্ত প্রবাহ হওয়া অত্যন্ত জরুরি ।

স্তনযুগল ঠিক রাখতে টানা ১২ ঘণ্টা ব্রা পরার পর ১ ঘণ্টার জন্য অন্তত ব্রা টা লুজ করে অথবা খুলে রাখলে কোনোরূপ সমস্যা দেখা দেবে না ।

Also read :Cyber Scam : ৫ টাকার পার্সেল এর বিনিময়ে ৮০ হাজার টাকার চুরি


Posted using SteemPro Mobile

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!