কাদকনাথ বা কালি মাসি মুরগি

in helth •  6 years ago  (edited)

download.jpg

এইটা কোন মুরগির জাত জানেন ? এটা হল কাদকনাথ বা কালি মাসি মুরগি। এর জন্মস্থান ভারতের পূর্ব মধ্য প্রদেশে। এটি ওখানকার ঝাবুয়া ও ধর জেলার স্থানীয় মুরগির একটি জাত ।
Kadaknath-Chicken.jpg

এই মুরগির মাংসের রঙ কালো! কেবল মাংসই নয়, এর হাড়ও কুচকুচে কালো। কেবল ডিম সাদা ।
download (3).jpg

এই মুরগির মাংস যতই কুচকুচে কালো হোক, মাংসে কিন্তু দারুণ উপকার। রীতিমতো ওষধি গুণসম্পন্ন এই
মুরগির মাংসে চর্বি প্রায় নেই । এটির চর্বিযুক্ত উপাদান, ০.৭৩% - ১.০৩%, যেখানে অন্য মুরগির জাতগুলিতে ১৩ থেকে ২৫%চর্বি থাকে। আরও রয়েছে প্রচুর ভিটামিন ও অন্যান্য খাদ্যগুণ।

download (1).jpg

এর হাড়-মাংস কালো হওয়ার পিছনে একটাই কারণ— মেলানিন। এর প্রভাবেই এমন কৃষ্ণবর্ণ হয় এরা।

download (2).jpg

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
  ·  6 years ago (edited)

Warning! This user is on my black list, likely as a known plagiarist, spammer or ID thief. Please be cautious with this post!
To get off this list, please chat with us in the #steemitabuse-appeals channel in steem.chat.

On Tuesdays I like to eat meals like these paired with a Maibock. Fridays are another story... evil laugh