কক্সবাজার ভ্রমন স্মৃতি - পর্ব ১০ - মিনি বান্দরবানের পাহাড় থেকে

in hill •  4 days ago 

কক্সবাজার ভ্রমন স্মৃতি - পর্ব ১০ -
"মিনি বান্দরবানের পাহাড় থেকে"

গত পর্বের পর...

তারপর পাশের ছোট দোকান থেকে অল্প কিছু খাবার খেয়ে আবার গাড়িতে ওঠার জন্য বের হলাম। সবাই মিলে উঠে পড়লাম গাড়িতে। আমাদের পরের গন্তব্য হলো পাহাড়। চলে যাব মিনি বান্দরবানের পাহাড়ে। পার করে আমরা চলে যাচ্ছি। আগেই বলেছি পাটোয়ার ট্রাক আমার ও আমার বউয়ের সবচেয়ে প্রিয় জায়গা। তোর রীতিমতো যাওয়ার সময় একটু মন খারাপ লাগছিল, পিছনে ঘুরে তাকিয়ে দেখছিলাম। যেতে যেতে সমুদ্রের পাশ দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি আর দেখতে দেখতে যাচ্ছি অসীম সমুদ্র। এরপর আমাদের গাড়ি বাক নিয়ে ঢুকে পড়লো পাহাড়ের রাস্তায়। আমাদের গাড়ি ছুট দিল পাহাড়িয়া পথে। দুই পাশে দারুন চোখ জুড়ানো পাহাড় মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। পাহাড় কেটে রাস্তা, দারুন দৃশ্য।

20241030_153027.jpg

দুই পাশে সবুজ পাহাড় আর বড় উঁচু মাটি আর মাঝখান দিয়ে চলেছে আঁকাবাঁকা রাস্তা। দারুন এক এডভেঞ্চার। এর মধ্যে আমাদের জিয়া ভাই শুরু করল একটা গান। আমরাও সবাই মিলে ধরলাম জিয়া ভাইয়ের সাথে। দারুন এক ফিলিংস। সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়ার এই যেন আসল সার্থকতা, আসল মজা। এর মধ্যে আমরা চলে এলাম মিনি বান্দরবনের পাহাড়ের পাশের রাস্তায়। গাড়ি আর সামনের দিকে যাবে না, এখানে পার্ক করে রাখবে আর আমরা যাব পাহাড়ের পথে।

20241030_153105.jpg

পাহাড় আমার ভালই লাগে। কিন্তু আমার বউয়ের পাহাড় একেবারেই পছন্দ না। তাই সে বলল সে গাড়িতেই বসে থাকবে, পাহাড়ে চড়বে না। আমি আমাহিন জিয়া ভাই একসাথে পাহাড়ের পথে রওনা দিলাম। যদিও পাহাড়টি খুব বেশি বড় না, তবুও সবুজ পাহাড় উঁচু জায়গা থেকে নিজ দিকে তাকালে এক অন্যরকম ফিল হয়। আস্তে আস্তে উঠে পড়লাম পাহাড়ের উপরে। কি দারুন সবুজ চারিদিক। চোখ জড়ানো দৃশ্য। কয়েকটা ছবি তুললাম। উপর থেকে নিজ দিকে তাকালে যেন বুকটা ধরফর করে ওঠে।

ডিভাইসস্যামসাং এস ২১
ফটোগ্রাফার@surzo
লোকেশনকক্সবাজার, বাংলাদেশ

বেশ কিছুক্ষণ পাহাড়ের উপরে দাঁড়িয়ে বাতাস খেয়ে এবার আস্তে আস্তে নিচের দিকে নেমে গেলাম। আরো বেশ কিছু জায়গা বাকি আছে সেখানে যেতে হবে। তাই এক জায়গাতে বেশিক্ষণ সময় নেওয়া যাবে না। আস্তে আস্তে পাহাড় বেয়ে নিচে নেমে আমরা গাড়ির কাছে আবার চলে আসলাম। পরের গন্তব্যের জন্য আমাদের গাড়ি প্রস্তুত।পার্কিং এরিয়া থেকে গাড়িটি রাস্তাতে নিয়ে আসা হল।

চলবে...

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!