এই যে আমরা দুঃখ আনন্দ সুখ পাই এগুলো কি সত্যিই ক্ষনস্থায়ী নাকি অনন্ত জীবন ধরেই তার বহিঃপ্রকাশ ?

in hive-100937 •  3 years ago 

ফড়িঙের উড়ে যাওয়া , ডানায় রংধনুর নীল
খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়

আচ্ছা একটা কথা বলুন, এই যে আমরা দুঃখ আনন্দ সুখ পাই এগুলো কি ক্ষনস্থায়ী না ? রাতের বেলা কোনদিন আকাশের দিকে তাকিয়ে দেখেছেন ? নিজেকে কত ছোট কত ক্ষুদ্র মনে হয় না ? মনে হয় না এই অসীম বিশ্বে আমি আমরা গুলো কত
ছোট কত ক্ষুদে কত অসহায় ? তবুও আমরা স্বপ্ন দেখি জানেন, মানে আমি ভেবে দেখেছি আমরা বেঁচে আছি আসলে স্বপ্ন দেখবো বলেই, যদি স্বপ্ন দেখতে জানতাম না, যদি স্বপ্ন দেখতে পারতাম না আমরা কেউ বেঁচেই থাকতাম না, কেউ দুপুরের
খাবারের স্বপ্ন দেখে, কেউ আগামীর স্বপ্ন দেখে কেউ জীবনের দেখে,কেউ সন্তানের দেখে, কেউ প্রেমের দেখে, কত শত লোক কত কিছুর স্বপ্ন দেখে। স্বপ্ন ছাঁটা জীবন থাকা আর না থাকার মধ্যে কোণ ফারাক নেই, এক আছে পাগল, অদ্ভুত মানুষ জানেন।
এই পাগলদের ভালোবাসা যায়, কি অবলীলায় দুনিয়ার সবকিছুকে চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে এরা। ভরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ট্রাফিল পুলিশের কাজ করতে ভয় পাই না । উলঙ্গ প্রায় হয়ে নিজের মত ঘুরে বেড়াই। প্রতি মুহূর্তে যেন বিধাতেকেই চ্যালেঞ্জ করার ক্ষমতা রাখে, আমার গানের গুরুদেব একবার একটা গানে বলেছিলেন- বাবু হয়ে ফুটপাতে, একা একা দিনে রাতে ,সাপ লুডো খেলছে বিধাতার সঙ্গে , কি অদ্ভুত না মানুষ গুলো ? আমাদের সব আছে , মাথার ওপর ছাদ, বস্ত্র, খাবার তবুও আমরা ইন্সিকিওর ফিল করি, আমরা হেরে যেতে ভয় পাই, আমরা দুঃখ খুঁজি, অথছ এই মানুষ গুলোর কিছুই নেই কিন্তু কেমন যেন রাজার রাজা হয়ে থাকে আজীবন। কাউকে কিচ্ছুটি পরোয়া করে না। দুনিয়া দারীর কাউকে জবাব দেবার প্রয়োজন বোধ করে না। কাউকে কিছু বলে না। ইচ্ছে মত নিজেই নিজের রাজা।
আমরা সুস্থ মানুষেরা বরং বড্ড জটিল, কমপ্লিকেটেড জীবন নিয়ে বাঁচি । সুখের খোঁজে দিন কাটাই কিন্তু দুঃখ ভাবি, আমরা আসলে কেউই সুখ ভালোবাসি না জানেন, এটাই সত্যি আমরা কেউ সুখ ভালোবাসি না, সেকারনেই সুখের কথা আনন্দের কথা কারোর সাথে শেয়ার করি না, শেয়ার করতে ভয় পাই আসলে। যদি কেউ নিয়ে নেই এই ভয়েই কাটিয়ে দিই, অথছ দুঃখের কথা সবাইকে বলি, রসিয়ে রসিয়ে বলি, বলে আনন্দ পাবার চেস্টা করি, আমরা আসলে দুঃখ কেই ভালোবাসি, সুখটা উপরি পাওনা আমাদের জন্য। আমরা দুঃখ ভাগ করি কিন্তু সুখ নিজের কাছে রেখে দিই, আমরা আনন্দ রেখে দিই কিন্তু শোক ভাগ করি সবার সাথে, আমরা স্বার্থপর , আমরা ভীষণ স্বার্থপর, পশুরও অধম আমরা। পাগল মানুষ দেখেছেন ? তারা অনাবিল আনন্দে থাকে, কাউকে সুখ বা দুঃখ কিছুই দেই না, নিতেও চাই না, সামান্য একটু খাবার দেবেন তাদের , দেখবেন ছুঁড়ে ফেলে দিয়ে আপনাকেই চ্যালেঞ্জ জানিয়ে বসলো। দুনিয়ার কাউকে পরোয়া করে না, কেউ তার ঈশ্বর ভগবান আল্লাহ কেউ কিছু না, নিজেই নিজের রাজা, নিজেই নিজের বিধাতা। নিজেই নিজেকে নিজে ব্যাস্ত। এদের সুখ হোক বাঁ দুঃখ কিছুই ছুঁতে পারে না,
ভালবাসা যায় এমন মানুষকে, কোনকিছুর পরোয়া না করেই ভালোবাসা যায় এদের। এদের কাছে দেবার মত কিছুই নেই কিন্তু অনন্ত প্রেমে অনাবিল ভালোবাসায় এদের আপন করে নেওয়া যায়। তাই বলি কি আনন্দে থাকুন, দুঃখ যেমন ভাগ করেন তেমনি করে আনন্দও ভাগ করুন, বিলিয়ে দিন নিজেকে, এই মুক্ত বিশ্বে, এই নিখিল আনন্দধামে বিলিয়ে দিন, দেবার আনন্দ না পেলে নেবার সুখ পাবেন কি করে ?

এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না,
শুধু সুখ চলে যায়।
এমনি মায়ার ছলনা।
এরা ভুলে যায়, কারে ছেড়ে কারে চায়।
তাই কেঁদে কাটে নিশি, তাই দহে প্রাণ,
এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না,
শুধু সুখ চলে যায়।

image.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...