একটু বাংলা বলবেন প্লীজ ? বাংলা গ্রুপে ইংরেজি শুনতে খারাপ লাগে আসলে।

in hive-100937 •  3 years ago 

আচ্ছা বলছি একটা কথা বলবো ? মানে যদি কিছু না মনে করেন তাহলে বলেই দিই , আসলে অনেকদিন ধরেই ভাবছিলাম বলবো বলবো কিন্তু বলতে পারছিলাম না, আজকে অনেকটা সাহস এক্সট্রা আছে তাই বলেই দিই। মানে প্রথম দিনেই ইচ্ছে হয়েছিল কিন্তু যেহেতু নতুন তাই বলতে পারিনি, এইকদিনে বেশ পুরোনো হয়েছি তাই ভাবছি বলি এইবার ।
আসলে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই গ্রুপের নাম তো বেস্ট অফ বাংলাদেশ । মানে বাংলাদেশ বাংলা ভাষা ইত্যাদি নিয়েই
কারবার হবে, আর এখানে ঘানা কিংবা উফবেকিস্থান থেকে কোন উজবুকও আসেনি, তা এহেন এইরকম নিস্পাপ কচি একটা দলে আপ্নারা কেউ কেউ এই যে বিরাট কঠিন কঠিন কিন্তু ভুলভাল ইংরেজিতে ইংরেজি লিখে কি প্রমাণ করতে চান একটু বলবেন ?
মানে আমি বুজছি আপনারা সবাই চান সবার পকেটেই টাকা আসুক কিন্তু তাই বলে নিজের মাতৃ ভাষার নামে দল বানিয়ে এরকম ইংরজি গান শুনবেন ? আমার ব্যাপারটা আলাদা, আমি বিদেশি , আমি ইন্ডিয়ান, ২৯টা ভাষার দেশের মানুষ আমি, নিজেও মোটামুটি গোটা পাঁচ ছয়েক ভাষা বলতে বাঁ বুঝতে পারি কিন্তু তা হলেও বাংলাটা মাতৃভাষা, কৈ পাঞ্জাবী গ্রুপে তো কাউকে হিন্দি বলতে দেখি না, বা তামিল তেলেগু গ্রুপ গুলোই কেও অন্য ভাষায় কথা বলে না। আপনারা এখানে সবাই বিদেশী ? নাকি ইষ্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে পড়াশুনো করে আসা দেশী সাহেব ? ফেসবুকে তো দিদি আপা বোন আপু ইত্যাদি করে বিরাট খাতির করেন, সেখানে দিব্যি জ্ঞান দেন এখানে এসেই ইংরেজির ফুলঝুরি ছুটছে ?? মানে হিপোক্রেসি টা কিসের জন্য ? টাকা না রেপুটেশন নাকি খাতিরদারী কোনটা ?
মানায় না বুঝলেন জাস্ট মানায় না, অনেকেই ফ্রেন্ড লিস্টে আছেন, তারা ফেসবুকে বাংলা ভাষা নিয়ে এই এত্ত বড় বড় পোস্ট লিখে এখানে এসে যখন hi buddy how's life বলেন তখন জাস্ট মনে হয় ল্যাপটপটাই ছুড়ে মেরে দিই। এখানে টাকার জন্য
নিজের ভাষাকে ভুলে যাবেন ওখানে বেশি এনগেজমেন্ট বলে ভাষার প্রেম দেখাবেন এই রকম কেন মশাই ? যে কোন একটা বিষয়ে স্টিক থাকুন। হয় এস্পার না হয় ওস্পার। মাঝে থেকে দুদিকেই আছি টাইপের একদম না। ওটাকে স্পাইনলেস বলে।
প্রয়োজন হলে বাংলাদেশ উইথ ইংরেজি নামে কমিউনিটি খুলে নিন, রোজ ১০ টা করে সেকশপিয়ারের মত জ্ঞান ঝাড়বো এই
ইংরেজিতেই কিন্তু এখানে না প্লীজ। অন্তত একটা বাংলা বলা দল থাকুক, চীনা দের দেখুন, কোরিয়ান গ্রুপ গুলো দেখুন, লাতিন আমেরিকার কমিউনিটি গুলো দেখুন প্রত্যেকে নিজের ভাষার বাইরে একটা টুঁ শব্দ করে না। আর এই এক আপনারা হয়েছে বিশ্ব
আঁতেল বিশ্ব জানা মানুষ, ভুল ভাল ইংরেজিতে ছড়িয়ে লাট করবেন আর নিজের ভাষাকে ছোট করবেন।

আমি জ্ঞান দিচ্ছি না, আর নিজের রেপুটেশন বাড়বে সেজন্য পাম্প খাওয়াচ্ছি সেটাও না। এগুলো চোখে লাগে জানেন তো, সত্যিই চোখে লাগে, একটা কসমোলিঙ্গুইস্টিক দেশের কালচারে থেকে নিজের ভাষার প্রতি প্রেমটা আপনারা বুঝবেন না, আসুন ইন্ডিয়া, তিনদিনে নিজের ভাষার প্রতি টান বুঝে যাবেন , দয়া করে নিজের ভাষায় কথা বলুন, বোঝান বা আলোচনা করুন,
দেখবেন রেপুটেশনও বেশি হচ্ছে আর পকেটের আর্থিক সুবিধা টুকুও বাড়ছে কিন্তু আটলিস্ট ডাল ভাত খেয়ে সাহেবি আনা করবেন না প্লীজ ।

অনেক কথা বলে ফেলেছি অহেতুক। দুঃখিত সেজন্য। বয়েসে ছোট বলে বোন বলে ক্ষমা করে দেবেন বলবো না, আবার ভুল ইংরেজিতে কথা বলতে দেখলে আবার লিখবো এসে, তাতে অ্যাডমিন বের করে দিলেও কিছু যায় আসে না। ভালো থাকবেন।

image.png

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!