Bricks - The Most Essential Thing

in hive-100937 •  3 years ago 


𝙷𝚎𝚕𝚕𝚘..!!
𝙼𝚢 𝙳𝚎𝚊𝚛 𝙵𝚛𝚒𝚎𝚗𝚍𝚜,
𝚃𝚑𝚒𝚜 𝚒𝚜 @𝚎𝚑-𝚜𝚑𝚘𝚑𝚊𝚐 𝚏𝚛𝚘𝚖 𝙱𝚊𝚗𝚐𝚕𝚊𝚍𝚎𝚜𝚑. 𝙰𝚜 𝚊 𝚙𝚎𝚛𝚜𝚘𝚗 𝙸 𝚏𝚎𝚎𝚕 𝚎𝚟𝚎𝚛𝚢𝚝𝚑𝚒𝚗𝚐 𝚙𝚘𝚜𝚒𝚝𝚒𝚟𝚎. 𝙼𝚢 𝚙𝚘𝚜𝚒𝚝𝚒𝚟𝚎𝚗𝚎𝚜𝚜 𝚏𝚘𝚛𝚌𝚎𝚜 𝚖𝚎 𝚝𝚘𝚠𝚊𝚛𝚍𝚜 𝚖𝚢 𝚊𝚌𝚝𝚒𝚟𝚒𝚝𝚢 𝚑𝚊𝚟𝚒𝚗𝚐 𝚠𝚒𝚝𝚑 𝚜𝚞𝚌𝚌𝚎𝚜𝚜. 𝚃𝚑𝚒𝚜 𝚒𝚜 𝚖𝚢 𝚜𝚝𝚛𝚎𝚗𝚐𝚝𝚑. 𝙰𝚗𝚢𝚠𝚊𝚢, 𝚕𝚎𝚝'𝚜 𝚜𝚝𝚊𝚛𝚝 𝚝𝚘𝚍𝚊𝚢'𝚜 𝚙𝚘𝚜𝚝.


IMG_25042022_112421_(1400_x_775_pixel)-01.jpeg


#1

IMG20220506181517.jpg

SubjectBricks
Shot OnRealme 7 Pro
Captured By@eh-shohag

ইট একটি পরিচিত নাম এমনকি ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করলেও সে বলে দিতে পারবে দেখে যে এটাকে ইট বলা হয়। আমাদের দৈনন্দিন জীবনের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমাদের প্রায় অধিকাংশ কাদেরের ব্যবহার হয়ে থাকে সাধারণত তৈরিতে ব্যবহার করে থাকি। এটাকে প্রথম অবস্থায় আমরাইদ বলি যখন এটাকে ভেঙে ছোট ছোট করা হয় তখন এটাকে আমরা খুয়া বলে থাকি আবার এটাকে যখন আরো গুড়া করা হয় তখন এটাকে আমরা ইটের দা না বলে থাকি। এটার বহুমাত্রিক ব্যবহার আমাদের জীবনকে করেছে জানতে কি হয় থেকে একটু আলাদা সাধারণত শহরের প্রতিটি জায়গায় এটার ব্যবহার রয়েছে তাদের দালানকোঠা তৈরিতে এটার ব্যবহার ব্যাপক করেছে কিভাবে তাদের রাস্তা তৈরিতে ব্যবহার অনেক বেশি ব্যবহার এবং এর ফলে তাদেরকে মাটি থেকে আলাদা করা হয়েছে এ জন্য এটাকে খুবই গুরুত্বের সহিত দেখা হচ্ছে। দিন দিন এর ব্যবহার যেমন বৃদ্ধি পাচ্ছে তেমনিভাবে এর মূল্য বৃদ্ধি পাচ্ছে প্রথমদিকে এর মূল্য ছিল প্রতি হাজারে 5000 টাকা এখন সেটা বেড়ে দাঁড়িয়েছে 10000 টাকা প্রায় দ্বিগুণ পরিমাণ বেড়েছে এর মূল্য তবে সময়ের ব্যবধান যদি আমরা উল্লেখ করে তাহলে আমাদেরকে বলতে হবে মাত্র পাঁচ বছরে এই পরিমাণ মূল্য বেড়েছে। যেহেতু প্রয়োজনীয় মাটির সংকট দেখা যাচ্ছে তারা দূর থেকে মাটি সংগ্রহ করে ইট তৈরি করছে এই কারণেই এর মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে এ ছাড়াও এটি জ্বালানিতে ব্যাপক বৃদ্ধি পেয়েছে এ কারণেও এর দাম বৃদ্ধি পেয়েছে এটা আমরা বলতে পারি সাধারণত রাতে ব্যবহার করা হয় কয়লা ও অন্যান্য জাতের কাঠ। যেহেতু এগুলো আমাদের খনিজ সম্পদ এর অন্তর্ভুক্ত এগুলোর এই সম্পদ গুলো দিন দিন কমে যাচ্ছে এজন্য নবায়নযোগ্য শক্তির দিকে আমরা বিস্মিত হচ্ছি। আমরা জানবো কিভাবে তৈরি করা হয় এর একটি ফর্মুলা রয়েছে ফর্মুলা অনুযায়ী মাটি কেটে সেই ফর্মুলাতে সাজানো হয় এবং সেটা কেটে কেটে মাটির উপর রেখে দেয়া হয় পরে যখন হয় তখন শেষ হলেই একটি ইটের ভাটায় সুন্দর করে সাজানোর জন্য দীর্ঘ সময় লাগে প্রায় দেড় মাস সময় লাগে পুরো কাজ সম্পন্ন। ।


#2

IMG20220506181533.jpg

SubjectBricks
Shot OnRealme 7 Pro
Captured By@eh-shohag

আমরা হয়তো অনেকেই চিনে থার্ড প্রজাই ইটের ভাটা কিভাবে তৈরি করা হয়ে থাকে সাধারণত ইটের ভাটা বড় আকৃতির হয়ে থাকে এবং একটি বড় আকৃতির ধোঁয়া বের হওয়ার জন্য একটি নল থাকে এবং এই নল দিয়ে ধোঁয়া বের হয় অনেক দূর থেকে বোঝা যায় যে সেখানে একটি ইটের ভাটা রয়েছে এবং ঈদ একসাথে প্রায় এক লাখেরও বেশি পরিমাণ সাজানো হয়ে থাকে এবং এগুলোকে পোড়ানো হয় খুবই মজার বিষয় হচ্ছে এখানে বহু সংখ্যক শ্রমিক কাজ করে থাকে এবং প্রতিটি বানানোর পিছনে থাকে তাদের থাকে এবং তাদের কাজ গুলো আলাদা থাকে ব্যস্ত থাকে। যারা এখানে কাজ করে থাকে তাদের বাহুবল একটু বেশি থাকে কারণ এখানে মাটির দিয়ে কাজ করতে হয় এবং হাতে বল না থাকলে কাজগুলো তাদের জন্য একটু কঠিন হয়ে যায় সর্বোপরি আমরা এটা বলতে পারি যে তাদের প্রচুর শ্রম দিতে হয় এর পিছনে তবে দিন শেষে যখন তারা টাকা পায় তাদের সবকিছু মনে হয় না।


Have any questions to know about me? Please leave a comment without any hesitation.I will humbly try to answer.



5PMYf2K801opFbQGyr.gif



Connect Me On
Facebook|::|Instagram|::|Twitter



Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!