প্রিয় বন্ধুরা কেমন আছেন ? আশা রাখি ভালো আছেন । আমিও ভালো আছি । আজ আমি আপনাদের বাংলাদেশের একটি ফাইভ স্টার হোটেল এবং রিসোর্ট সম্পর্কে জানাবো । যা বাংলাদেশের বগুড়া জেলায় এই হোটেলটি অবস্থিত ।আশা রাখি এই তথ্য আপনাদের কাজে লাগবে। কারণ আমরা বিভিন্ন জায়গায় ভ্রমণ এ গেলে ভালো হোটেল এবং রিসোর্ট খুঁজে পায়না তাই না পাইনা । এই জন্য আমি আপনাদের মাঝে বাংলাদেশের ভালো মানের হোটেল গুলোর তথ্য নিয়ে জানাইতে চাই। আশা রাখি আপনাদের ভালো লাগবে । তো চলুন হোটেল সম্পর্কে জানি, এখন শুরু করা যাক।
Momo Inn Hotel & Resort
মোমো ইন হল একটি ফাইভ স্টার ফাইন ডাইন হোটেল অ্যান্ড রিসোর্ট। এতে বহুমুখী বিনোদনের সুযোগ রয়েছে। এটি বাংলাদেশের উত্তরবঙ্গের সবচেয়ে বড় হোটেল।
রুম এবং সুইট
এই হোটেলে বিশ্বমানের ডিলাক্স সিঙ্গেল, ডিলাক্স কাপল /টুইন, সুপার ডিলাক্স সিঙ্গেল, সুপার ডিলাক্স কাপল/টুইন, জুনিয়র সুইট, প্রিমিয়ার সুইট রয়েছে । এগুলোর ভাড়া 24 ঘন্টার জন্য মোটামুটি ৫২০০ টাকা থেকে ১৫০০০ হাজার টাকা পর্যন্ত।
গ্রান্ট রেস্টুরেন্ট
এখানে বগুড়া অঞ্চলের স্বাদ যুক্ত খাবারের সাথে ,দেশী - বিদেশী নানা ধরনের খাবার পাওয়া যায় । ভোজন বিলাসীদের জন্য এটি খুব ভাল একটি ব্যবস্থা ।এখানে রেস্টুরেন্টে খাবারের মান খুব ভালো। তারা অতিথিদের খুব গুরুত্ব সহকারে তাদের যত্ন প্রয়োজনীয় চাহিদা পূরণের চেষ্টা করে ।
রুম ডাইনিং
আপনি যদি ইচ্ছা করেন আপনি তাদের রেস্টুরেন্টে খেতে পারেন অথবা তাদের হোটেলে রুম ডাইনিং এর মাধ্যমে হোটেলের রুমে বসে খেতে পারবেন আপনার পছন্দের অর্ডারকৃত খাবার।
এছাড়াও তাদের রয়েছে ::
লবি ক্যাফে
কাফি শপ
বার বি কিউ এবং গ্রিল শপ
পুল ডেক
মিটিং এবং ইভেন্ট
এখানে আপনি চাইলে আপনার কোম্পানির বা অফিসের কনফারেন্স মিটিং, গোল টেবিল বৈঠক , এক্সপ্লোসিভ মিটিং, ট্রেড সেন্টার সহ বিভিন্ন ইভেন্টের ব্যবস্থা করার সুযোগ রয়েছে ।
মোমো ইন ঠিকানা
প্রিয় প্রাঙ্গন টাওয়ার (তৃতীয় তলা), কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা 1213
ফোন +880 51 62504, +880 51 62505
হটলাইন (24/7) +88 017 55 66 99 00
ফ্যাক্স +88 0516 6402