বন্ধুরা
সবাইকে শুভেচ্ছা জানিয়ে, আজকে আরেকটি পোস্ট লেখা শুরু করছি। আশাকরি সবাই ভালই আছেন। আমিও ভাল আছি।
*আমার আজকের পর্বের বিষয়, "চলার পথে কিছু সংখ্যক লোকের সাথে দেখা হলে, তাদের সাথে ছবি তোলার আনন্দে মেতে উঠ"।
আসুন
এবার তাদের সাথে আনন্দ করতে করতে এগিয়ে যাই।
Picture-1
সকাল এগারোটা।একটু আগে বৃষ্টি হয়েছে। এই ছেলে তিনটি একত্রে মিলিয়েছে। রাস্তার জমানো পানিতে খেলা করবে। আমি তাদের কয়টি ছবি তুললাম। ওদের সাথে অনেক আনন্দ করলাম।
Picture-2
ওদের আরও একটি ছবি।
Picture-3
ওদের আর একটি ছবি
Picture-4
এরা পাশের গ্রামের জনি ও কামাল।দুজনে ফুটবল খেলয়াড়। এই গরুটি ফুটবল খেলে জিতেছে। আমাকে দেখেই ছবি তোলার কথা বলে। অনেক আনন্দের পর এই দুটো ছবি তুলে নিলাম।
Picture-5
** জনি, কামাল ও তাদের পুরস্কারের গাই বাছুর**।
Picture-6
ভেন্ডাবাড়ী ডিগ্রি কলেজ মাঠে ছবি তুলতে গেলাম। এখানেই এই পিচ্চি রতনের দেখা। আমার কোলে উঠে, ছাতা মাথায় দিয়া আমার সাথে ছবি উঠাবে। তাই করলাম।
Picture-7
কোল থেকে নেমে শহিদ মিনারের ছবি উঠাতে বলে। তাই করলাম।
Picture-8
এবার গাছের কাছে ছবি উঠাবে। তাই তুললাম।
Picture-9
এবার গাছে উঠার বায়না ধরে। উঠিয়ে দিলাম, ছবি তুললাম, আবার নামিয়ে দিলাম। অনেক মজা হলো।
এই তিন ঘন্টা আমার সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ এবং পরবর্তীতে আবার সাথে থাকার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।