Make A Cautionary Post For Life By @shahariar1

in hive-100937 •  4 years ago  (edited)

সতর্কতা অবলম্বন করুন হতে পারে আপনার অসতর্কতা আপনার মৃত্যুর কারণ।

IMG_20210527_105605.jpg

সময় এর চেয়ে জীবন এর মূল্য অনেকে বেশি।
সকাল থেকে সন্ধ্যা, সন্ধ থেকে সকাল আমারা
যা কিছু করি না কনো সব কিছুই তেই সতর্ক
অবলম্বন করা উচিৎ।
শুধুমাত্র মহামারীর হাত থেকে বাঁচতে সতর্কতা অবলম্বন করতে হবে এমনটা নয়।
রাস্তা য় চলাচলের সময় আমাদের সর্তকতা অবলম্বন করা উচিত। মবাইল অন করে রাস্তা পার হুয়া উচিৎ নয়। সেফটি নিয়ে গাড়ি চালানো উচিৎ। গনপরিবহন এ উঠলে অবশ্যই সতর্কতা অবলম্বন করুন নতুবা আপনার পকেট এর টাকা চলে যাবে পকেট মারের হাতে।

আবার আমাদের খাবার এর তালিকায় যেসকল খাবার রয়েছে সেই সকল খাবার কতোটা সাস্থ কর সেটি জানা উচিৎ।

সতর্কতার কনো সিমাবদ্ধ নেই। মহা মারি কিনবা দুর্যোগের পূর্বভাস পেলেও সতর্কা অবলম্বন করতে হয়।
দূর্যোগ কিনবা মহামারির সতর্ক বার্তা আপনি টিভি সোসাল মিডিয়া থেকে নিশ্চয়ই পাবেন।

কিন্তু আপনার বাস্তব জিবনে যে সকল কর্মকান্ডে যে সাবধানতা অবলম্বন করতে হবে তা আপনাকে নিজেকে শিখতে হবে।

সিদ্ধান্ত

সিদ্ধান্ত নিতে সতর্ক হন। হুট হাট কনো সিদ্ধান্ত নেওয়া উচিৎ নয়। জিবেনে আপনার জীবন সজ্ঞি কে নির্বাচন করতে সতর্ক হন।
আপনার একটি সিদ্ধান্ত আপনার জীবন কে জান্নাত বানিয়ে দিয়ে পারে। আবার একটু ভুল সিদ্ধান্ত আপনার জীবন কে বানিয়ে দিবে জাহান্নাম।
তাই শেষ কথা এটাই বলতে চাই বাস্তব জিবনে সতর্কতা অবলম্বন এর ভূমিকা অপরিশীম।
ধন্যবাদ,
@bangladesh.com
Cc :
@stephenkendal
@pennsif
@steemitblog

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...

Your Post is very Good Brother
BUT
Don't mention [steemcurator01]

Okey i remove this

Valo likha na pai curator er saport pai addmin der bad dibo kaj