অণুকাব্য চতুষ্টয় "নীল আকাশের হাতছানি"

in hive-101145 •  2 years ago 

image.png

Copyright-free Image source : Pixabay--https://pixabay.com/photos/heart-clouds-sky-blue-sky-love-1213475/

অণুকাব্য চতুষ্টয় "নীল আকাশের হাতছানি"

💘
♡ ♥💕❤

নীল আকাশের নীচে,
তুমি আর আমি পার করেছি সুদীর্ঘ দিন ।
ক্লান্তিহীন দীর্ঘ রজনী;
অনেক কিছু পেয়েও
হারিয়েছি অনেক ।

দিন শেষে কালো আকাশের নীচে,
এসে দাঁড়াই দুজনে ।
আগামী দিনের
নীল আকাশের
স্বপ্নে বিভোর হয়ে ।


একটি বর্ষণমুখর সন্ধ্যা ,
ভেজা আর এলো হাওয়া;
ঝিঝিদের অবিশ্ৰান্ত কলতান,
ব্যাঙের ডাক আর মেঘেদের গর্জন ।

সাথে ক্ষণে ক্ষণে বিদ্যুতের ঝলকানি ;
আকুল হয়ে রয়েছে আমার এ ক্ষুদ্র হৃদয়খানি ,
তোমারই বিরহে, তোমারই ফেরার পথ চাহি ।


যতই সন্ধ্যা আসে ঘনিয়ে,
রাধার ব্যাকুল হিয়া উৎসুক হয়ে ওঠে ।
আর কতক্ষণ, পলে পলে অপেক্ষায় থাকা,
শ্যাম বিহনে রাধার হৃদয় রিক্ত, নিঃস্ব-একা ।

যামিনী দ্বিতীয় প্রহর, আকাশে শুকতারা জ্বলে,
বনপথে একাকিনী কলঙ্কিনী রাধা অভিসারে চলে ।
যমুনার কালো জলরাশি হিন্দোলে ঢেউ, সে কি উচ্ছ্বাস !
রাতচরা পাখির কুজন, দখিনা হাওয়া আর তারাজ্বলা আকাশ ।

আকাশে-বাতাসে ঢেউ তোলে শ্যামেরও বাঁশি,
জাত-কুল-মান সবই ভোলে আজ রাধা কলঙ্কিনী ।
যমুনার তটে পুষ্প ঘেরা সেই কুঞ্জবনে,
শ্যামের বাঁশি ঝড় তোলে আজ রাধার আলিঙ্গনে ।


চারিদিকে দেখি আজ শুধু শকুনের দল,
সমাজ নীরব, আইন অন্ধ, বিচার প্রহসন ।
নরমাংস লোভী এসব শকুনের খাদ্য একটাই,
নারীমাংস, নারীরক্ত, বিনষ্ট নারীর সম্মান ।

♡ ♥💕❤

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!