Copyright-free Image source : Pixabay
একগুচ্ছ অণুকবিতা "স্বপ্ন, বাস্তবতা, নিঃসঙ্গতা"
💘
♡ ♥💕❤
একা, ভীষণই একা, নিঃসঙ্গ এক নাবিক আমি,
কত অজানা বন্দরে ভিড়িয়েছি তরী।
কত অচেনা মানুষকে আপন করেছি,
তবু প্রত্যাঘাত পেয়েছি, প্রতারিত হয়েছি বারে বারে।
আশায় বুক বেঁধে আবার ভাসিয়েছি তরী,
তাই আমার ব্যথার সমুদ্রে ।
স্বপ্ন দেখি সুখী ভীষণ,
বাস্তবে তাই কান্না ।
স্বপ্ন দেখি প্রেমে পড়ার।
বাস্তবে তাই প্রত্যাখ্যাত ।
স্বপ্ন দেখি বরষার,
বাস্তবে তাই মেঘহীন আকাশ ।
আমি স্বপ্নের মাঝেই বেঁচে থাকতে চাই,
বাস্তবে আমি মৃত ।
অনেক দিনের পরে নিজের শহরে ফিরে এলাম,
বহুদিন আগে তাকে যেমনটি ছেড়ে গিয়েছিলাম,
ঠিক তেমনটি তো আর নেই সে ।
সময়ের স্রোতে গা ভাসিয়ে বড্ড পরিবর্তিত রূপ তার;
পুরোনো বাসিন্দাদের সে ভুলেই গিয়েছে,
নতুনরা আজ তার বুকে ।
যারা তাকে ভালোবাসতো তারা আজ বিস্মৃত,
ঐশ্বর্য্যের চাদরে মুড়ে, ইট-কাঠ-পাথরের স্তুপে,
সে আজ পণ্য ।
আমার সে চেনা শহর, এ নয়,
ভালোবাসাহীন নির্দয় এক বাণিজ্য নগরী এখন ।
শহরের প্রান্তসীমায় ওরা এখনো থাকে;
যেমন দেখে গিয়েছিলাম ঠিক তেমনই তারা আছে ।
সময়ের স্রোতে শহর পাল্টেছে, শুধু পাল্টায়নি তারা নিজেদের ।
শহর যতই আধুনিক হোক, বস্তি ঠিকই আছে,
শহর যতই ধনী হোক, গরীবই ওরা আছে ।
এই শহরের ভালোবাসা যদি কিছু বেঁচে থাকে,
সেটা আজ ওদের বুকে ।
♡ ♥💕❤