যদি তুমি কাউকে ভালোবাস তার মাঝে তোমার অস্তিত্ব খুঁজে পাবে যদি তুমি কারো প্রেমে পড়ো তার মাঝে তোমার প্রতিচ্ছবি দেখতে পাবে, আর যদি তুমি কারো মায়ায় পড়ো।
তবে সারাজীবনের জন্য তার
মায়ার জালে আটকা পড়ে রবে
হ্যাঁ
ভালবাসলেও দূরে থাকা যায়।<প্রেমে পড়লেও ভুলে থাকা যায়
কিন্তু মায়ায় পড়লে ছেড়ে থাকা যায় না।