অর্থলিপ্সা ও কামুক প্রবৃত্তি নিয়ে তীর্যক উপহাস এই নাটকটা। এর চরিত্রেরা সব পত নামধারী মানুষ। Volpone মানে মূর্ত শেয়াল। |
ব্ল্যাক ডেথ প্লেগের ভয়ে এক ভদ্রলোক তার বাড়ি এক চাকরের কাছে রেখে পালায়। চাকর ওই বাড়িকে নষ্টামির প্রাণকেন্দ্র করে তোলে।
নাস্তিক D'Amville এর মূল্যবোধহীন জীবনের কাহিনি।
Shakespeare এর Taming of the Shrew নাটকের প্রত্যুত্তর। এখানে দেখা যায়
মুখরা Katherine এর মৃত্যুর পর Petruchio এর দ্বিতীয় বউ হিসেবে Maria আসে।
এ নাটকে কাহিনি উল্টে যায়, নতুন আসা স্ত্রী শারীরিক সম্পর্কে যেতে অসমাপ্তি
জানিয়ে Petruchio কে জব্দ করে।
নাটকের গল্প রাজপরিবারের অভ্যন্তরে লালসা ও অন্তযুদ্ধ নিয়ে। আইবেরিয়ার রাজা Arabaces ও তার সম্ভাব্য বোন Panthen এর মধ্যে গড়ে ওঠা প্রেম ও সেই নিয়ে অন্তর্দ্বন্দ্ব নাটকটিকে জটিল মাত্রা দিয়েছে।