জ্যাকোবিয়ান যুগের কিছু আলোচিত নাটক

in hive-107931 •  2 years ago 

image.png

Volpone
Ben Jonson
অর্থলিপ্সা ও কামুক প্রবৃত্তি নিয়ে তীর্যক উপহাস এই নাটকটা। এর চরিত্রেরা সব পত নামধারী মানুষ। Volpone মানে মূর্ত শেয়াল।
The Alchemist
Ben Jonson

ব্ল্যাক ডেথ প্লেগের ভয়ে এক ভদ্রলোক তার বাড়ি এক চাকরের কাছে রেখে পালায়। চাকর ওই বাড়িকে নষ্টামির প্রাণকেন্দ্র করে তোলে।

The Atheist's Tragedy
Cyril Tourneur

নাস্তিক D'Amville এর মূল্যবোধহীন জীবনের কাহিনি।

The Tamer Tamed
John Fletcher

Shakespeare এর Taming of the Shrew নাটকের প্রত্যুত্তর। এখানে দেখা যায়
মুখরা Katherine এর মৃত্যুর পর Petruchio এর দ্বিতীয় বউ হিসেবে Maria আসে।
এ নাটকে কাহিনি উল্টে যায়, নতুন আসা স্ত্রী শারীরিক সম্পর্কে যেতে অসমাপ্তি
জানিয়ে Petruchio কে জব্দ করে।

A King and No King
John Fletcher and Cyril Tourneur

নাটকের গল্প রাজপরিবারের অভ্যন্তরে লালসা ও অন্তযুদ্ধ নিয়ে। আইবেরিয়ার রাজা Arabaces ও তার সম্ভাব্য বোন Panthen এর মধ্যে গড়ে ওঠা প্রেম ও সেই নিয়ে অন্তর্দ্বন্দ্ব নাটকটিকে জটিল মাত্রা দিয়েছে।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!