১৯৪৪ সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার এর ব্রেটন উডস শহরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ১৯৪৪ সালের ১ থেকে ২২ জুলাই পর্যন্ত এ সম্মেলনে বিশ্বের ৪৪টি দেশের ৭৩০ জন প্রতিনিধি অংশ নেন।
সম্মেলনে এ মর্মে প্রস্তাব গৃহীত হয় যে, উক্ত বিষয়গুলোর প্রয়োগকল্পে সঠিক কাঠামো নির্মাণের উদ্দেশ্যে ৩ টি আন্তর্জাতিক সংস্থা গঠন করা যুক্তিযুক্ত হবে। প্রস্তাবিত ৩টি বহুজাতিক সংস্থাগুলো হলো বিশ্বব্যাংক (IBRD), আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF), আন্তর্জাতিক বাণিজ্য সংস্থা (ITO)। IMF এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রর ওয়াশিংটন ডিসি। এর বর্তমান সদস্য দেশ ১৯০টি এবং সর্বশেষ সদস্য অ্যান্ডোরা, প্রতিষ্ঠাকালে IMF এর সদস্য সংখ্যা ছিল ৪৪টি। IMF এর রিজার্ভ সম্পদের আর্থিক একক SDR (Special Drawing Rights)। SDR সুবিধা প্রবর্তনের জন্য ১৯৬৯ সালে IMF এর গঠনতন্ত্র সংশোধন করা হয়। আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থাপনা এবং মুদ্রা বিনিময় হার স্থিতিশীল রাখাই IMF এর কাজ। Global Financial Stability Report প্রকাশ করে IMF। এটি নেতিবাচক ট্রেড ব্যালেন্স শোধরানোর জন্য ঋণ দেয় এবং বৈদেশিক বাণিজ্যের ভারসাম্যহীনতা হ্রাস করে । IMF এর পূর্ণরূপ International Monetary Fund. এটি ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৭ সালে এর কার্যক্রম শুরু হয়। IMF এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রর ওয়াশিংটন ডিসি। এর বর্তমান সদস্য দেশ ১৯০টি এবং সর্বশেষ সদস্য অ্যান্ডোরা। IMF এর রিজার্ভ সম্পদের আর্থিক একক SDR (Special Drawing Rights)। SDR সুবিধা প্রবর্তনের জন্য ১৯৬৯ সালে IMF এর গঠনতন্ত্র সংশোধন করা হয়। আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থাপনা এবং মুদ্রা বিনিময় হার স্থিতিশীল রাখাই IMF এর কাজ। Global Financial Stability Report প্রকাশ করে IMF। এটি নেতিবাচক ট্রেড ব্যালেন্স শোধরানোর জন্য ঋণ দেয় এবং বৈদেশিক বাণিজ্যের ভারসাম্যহীনতা হ্রাস করে । বিশ্বব্যাংকের অঙ্গসংগঠন MIGA এর সদস্য দেশ ১৮২টি। এর সর্বশেষ সদস্য দেশ ভুটান। MIGA উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং জনগণের জীবনযাত্রার মানোন্নয়নের জন্য বৈদেশিক বিনিয়োগকে উৎসাহিত করে।
World Bank প্রতিষ্ঠিত হয় ১৯৪৪ সালে এবং আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে ২৫ জুন, ১৯৪৬ সালে। ওয়ার্ল্ড ব্যাংকের প্রকৃত নাম ‘International Bank for Reconstruction and Development (IBRD)’। এর বর্তমান সদস্য সংখ্যা ১৮৯। এর সদর দপ্তর ওয়াশিংটন ডি.সি (যুক্তরাষ্ট্র। World Bank ১. IBRD, ২. IDA, ৩. IFC, ৪. ICSID, ৫. MIGA পাঁচটি অঙ্গসংগঠনের সমন্বয়ে গঠিত। এদের সবগুলোর কার্যালয় ওয়াশিংটন ডিসিতে (যুক্তরাষ্ট্র) অবস্থিত।
বিশ্বব্যাংক একটি আন্তর্জাতিক আর্থিক সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে। বিশ্বব্যাংকের ১৩তম প্রেসিডেন্ট হলেন ডেভিড আর. ম্যালপাস। এর আগে তিনি যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আন্ডার সেক্রেটারি অব দ্যা ট্রেজারার ফর ইন্টারন্যাশনাল এফেয়ার্স পদে কর্মরত ছিলেন।
IMF এর পূর্ণরূপ International Monetary Fund. এটি ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৪৭ সালে এর কার্যক্রম শুরু হয়। IMF এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রর ওয়াশিংটন ডিসি। এর বর্তমান সদস্য দেশ ১৯০টি এবং সর্বশেষ সদস্য অ্যান্ডোরা। IMF এর রিজার্ভ সম্পদের আর্থিক একক SDR (Special Drawing Rights)। SDR সুবিধা প্রবর্তনের জন্য ১৯৬৯ সালে IMF এর গঠনতন্ত্র সংশোধন করা হয়। আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থাপনা এবং মুদ্রা বিনিময় হার স্থিতিশীল রাখাই IMF এর কাজ। Global Financial Stability Report প্রকাশ করে IMF। এটি নেতিবাচক ট্রেড ব্যালেন্স শোধরানোর জন্য ঋণ দেয় এবং বৈদেশিক বাণিজ্যের ভারসাম্যহীনতা হ্রাস করে । আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ (ইংরেজি: International Monetary Fund, IMF) জাতিসংঘ কর্তৃক অনুমোদিত স্বায়ত্তশাসিত আর্থিক প্রতিষ্ঠান। বিভিন্ন দেশের মুদ্রামানের হ্রাস-বৃদ্ধি পর্যবেক্ষণ করা এর প্রধান কাজ। এই সংস্থার কার্যক্রম শুরু হয় ১৯৪৭ সালে। প্রতিষ্ঠাকালীন সময়ে ২৯টি দেশ চুক্তিতে উপনীত হয়েছিল। এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ডি.সি. শহরে অবস্থিত। বিভিন্ন দেশের মুদ্রানীতি এবং মুদ্রামানের হ্রাস-বৃদ্ধি পর্যবেক্ষণ করা এই আন্তজার্তিক সংস্থাটির অন্যতম প্রধান কাজ।
ইউরোপিয় ইউনিয়ন (EU) ১৯৫৭ সালের ২৫ মার্চ রোমে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী ১৯৫৮ সালের ১ জানুয়ারি প্রতিষ্ঠিত হয়। এর পূর্বনাম ছিল ইউরোপিয় কমিশন (EC)। এর সদর দপ্তর বেলজিয়ামের ব্রাসেলসে। অন্যদিকে লন্ডনে কমনওয়েলথ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। রোমে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (IFAD), বিশ্ব খাদ্য কর্মসূচী এর সদর দপ্তর অবস্থিত এবং প্যারিসে ইউনেস্কো (UNESCO), ওইসিডি (OECD), ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স এর সদর দপ্তর অবস্থিত।
ওপেক (OPEC) ভুক্ত অ-আরব মুসলিম দেশ ইরান। ওপেক ১৪ সেপ্টেম্বর, ১৯৬০ গঠিত হয়। প্রতিষ্ঠাকালীন এ সংস্থার সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়। বর্তমানে এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায়। ১৯৬০ সালে প্রতিষ্ঠিত OPEC- এর সিদ্ধান্তগুলি বিশ্বব্যাপী তেলের বাজার এবং আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি বিশেষ ভূমিকা পালন করছে। বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের বাজারে আরও নিয়ন্ত্রণের জন্য OPEC Plus নামে একটি বৃহত্তর গোষ্ঠী ২০১৬ সালের শেষের দিকে গঠিত হয়েছিল। OPEC হচ্ছে বিশ্বের তেল রপ্তানীকারক দেশগুলোর সংগঠন। এই সংস্থাটি বিশ্ববাজারে অপরিশোধিত তেলের বাজার নিয়ন্ত্রণ করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। বর্তমান সদস্য ১৩ টি। ১ জানুয়ারি, ২০১৯ এ কাতার এবং ১ জানুয়ারি, ২০২০ এ ইকুয়েডর সদস্য পদ ছেড়ে দেয়। ১৪ সেপ্টেম্বর, ১৯৬০ গঠিত Organization of the Petroleum Exporting Countries (OPEC) । প্রতিষ্ঠাকলীন এ সংস্থার সদর দপ্তর ছিল সুইজারল্যান্ডের জেনেভায়। পরবর্তীতে ১৯৬৫ সালে সদর দপ্তর স্থানান্তরিত হয় অস্ট্রিয়ার ভিয়েনায়।
১৫ নভেম্বর, ১৯৭৫ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্বীকৃত বিশ্বের প্রধান সাতটি উন্নত অর্থনীতির দেশ নিয়ে গঠিত একটি অর্থনৈতিক সংস্থা G-7 যার পূর্ণ রুপ পূর্ণরূপ Group of Seven । এর সদস্য দেশসমূহের নাম যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, জার্মানি, ফ্রান্স, ইতালি এবং কানাডা। ১৯৯৮ সালে এর সদস্য সংখ্যা হয় ৮ এবং এটি জি-৮ নামে পরিচিতি লাভ করে। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া অধিকার করলে রাশিয়াকে জি-৮ থেকে বহিষ্কার করা হয় এবং এর নাম হয় জি-৭। এর একমাত্র এশীয় দেশের নাম জাপান। চীন পৃথিবীর ২য় বৃহত্তম শীর্ষ ধনী দেশ অথচ G-7 ভুক্ত নয়। ৮-৯ জুন ২০১৮ কানাডার কুইবেক অঙ্গরাজ্যের লা মালাবে শহরে অনুষ্ঠিত জি-৭ এর ৪৪তম সম্মেলনের পর গৃহীত যৌথ ঘোষণায় স্বাক্ষর প্রদানে যুক্তরাষ্ট্র বিরত ছিল। G-7 এর ৪৬তম সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো যুক্তরাষ্ট্রের ক্যাম্প ডেভিডে কিন্তু করোনার কারণে তা স্থগিত করা হয়। ১১-১৩ জুন, ২০২১ সালে ৪৭তম সম্মেলন অনুষ্ঠিত হয় ইংল্যান্ডের কর্নওয়ালে। এই সম্মেলনে চীনার আগ্রাসন রোধে জি – ৭ এর নেতৃবৃন্দ Build Back Better World (B3W) পরিকল্পনা গ্রহণ করেন।
GATT, WTO- তে রুপান্তরিত হয় ১৯৯৫ সালে। বিশ্ব বাণিজ্য সংস্থা (ইংরেজি World Trade Organization ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন) একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বের বাণিজ্য সংক্রান্ত নীতি প্রবর্তন এবং সদস্য রাষ্ট্র বা পক্ষ সমূহের মধ্যকার মতপার্থক্য দূর করতে সাহায্য করে থাকে। বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত। বিশ্ব বাণিজ্য সংস্থা ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
D-8 এর পূর্ণরূপ Developing 8 বা উন্নয়নাশীল-৮। এটি একটি অর্থনৈতিক জোট। D-8 ১৯৯৭ সালের ১৫ জুন প্রতিষ্ঠিত হয়। এর সদস্য দেশ ৮টি। যথা- তুরস্ক, ইরান, পাকিস্তান, মিশর, নাইজেরিয়া, বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও মালেয়েশিয়া। এর সদর দপ্তর তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত। প্রতি ২ বছর পর পর এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। D-8 এর পূর্ণরূপ Developing Eight. এটি প্রতিষ্ঠিত হয় ৫ জুন, ১৯৯৭ সালে (উদ্যোক্তা দেশ – তুরস্ক)। এর সদর দপ্তর অবস্থিত ইস্তাম্বুলে, তুরস্ক। ৮ টি মুসলিম উন্নয়নশীল দেশের জোটের নাম D-8. এর সদস্য দেশ সমূহ বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, ইরান, তুরস্ক, মিশর, ইন্দোনেশিয়া।
ব্রিকস (BRICS) গঠিত হয় ২০০৬ সালে। এটি ব্রাজিল (Brazil), রাশিয়া (Russia), ভারত (India), চীন (China) ও দক্ষিণ আফ্রিকা (South Africa) এই পাঁচটি দেশের ইংরেজি আদ্যক্ষর নিয়ে গঠিত সংস্থা। এর পূর্ব নাম ব্রিক (BRIC) । এর প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয় ১৬ জুন, ২০০৯ সালে ইকাতেরিনবার্গ, রাশিয়ায়।
২০২২ সালের ব্রিকস সম্মেলন হয়েছে গত ২৩-২৪ জুন, যা ছিল ১৪তম শীর্ষ সম্মেলন এবং করোনাকালীন দুই বছর সহ এবারের মতো টানা তৃতীয়বার ভার্চুয়াল সম্মেলন। ব্রিকসের ভার্চুয়াল সম্মেলনে এবার আর্জেন্টিনা এবং ইরান যোগদেওয়ার জন্য আবেদন করেছে। এছাড়া প্রতিবছর সম্মেলনে সদস্য দেশগুলোর প্রতিনিধিরা যুক্ত হলেও এবার প্রথম অতিথি হিসেবে ১৩ টি রাষ্ট্র অংশগ্রহণ করেছে এবং ব্রিকস সম্প্রসারণের কথা উঠেছে।
BRICS হলো পাঁচটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা, আদ্যক্ষরের সমন্বয়ে নামকরণকৃত উদীয়মান জাতীয় অর্থনীতির একটি সংঘ। মূলত ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা অর্ন্তভুক্ত হবার পূর্বে এই সংঘ " BRICS" নামে পরিচিত ছিল।
AIIB – এর Asian Infrastructure Investment Bank. এটি প্রতিষ্ঠিত হয় ২৪ অক্টোবর, ২০১৪ সালে এবং কার্যক্রম শুরু হয় ১৬ জানুয়ারি, ২০১৬ সালে। এর সদর দপ্তর বেইজিং (চীন)। এর উদ্যোক্তা চীন (২০১৪ সালে)। AIIB এর প্রতিষ্ঠাতা সদস্য দেশ ২১টি। বাংলাদেশ সদস্য পদ লাভ করে ২৪ অক্টোবর, ২০১৪ (প্রতিষ্ঠাকালীন)। বর্তমান প্রেসিডেন্ট জিন লিকুন। এর বর্তমান সদস্য সংখ্যা – ৮৭ টি (সর্বশেষ চিলি)।
Brexit হলো Britain Exit এর সংক্ষিপ্ত রূপ। চার দশকের সম্পর্ক ছিন্ন করে ২৮ জাতির অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়নের (EU) থেকে বের হয়ে নতুন পথে হাঁটার প্রশ্নে যুক্তরাজ্যের গৃহীত গণভোটের ফলাফলকে বাস্তবায়িত করার পদক্ষেপকে আন্তর্জাতিক গণমাধ্যম সংক্ষেপে Brexit নামে অভিহিত করে। EU গঠনের পর ব্রিটেনই সংস্থাটির প্রথম দেশ, যারা এ জোট থেকে বেরিয়ে যাচ্ছে। ২৩ জুন, ২০১৬ তারিখে ব্রেক্সিট প্রশ্নে গণভোট অনুষ্ঠিত হয় এবং একটি জটিল ও সময়সাপেক্ষ প্রক্রিয়ার মাধ্যমে ও ৩ জন প্রধানমন্ত্রীর হাত ঘুরে ৩১ জানুয়ারী, ২০২০ তারিখে ব্রেক্সিট কার্যকর হয়।
২০১৭ সালে Brexit বিল ব্রিটিশ পার্লামেন্টে চূড়ান্তভাবে পাশ হয়। ১৬ মার্চ, ২০১৭ সালে রানি এলিজাবেথের অনুমোদনের মাধ্যমে তা আইনে পরিণত হয়। ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে ২৯ মার্চ ২০১৭ লিসবন চুক্তির ‘আর্টিকেল-৫০’ প্রয়োগ করে EU থেকে বের হয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেন। কিন্তু নির্দিষ্ট সময়সীমার মাঝে ব্রেক্সিট বাস্তবায়নে ব্যর্থ হওয়ায় ২০১৯ সালের ৭ জুন থেরেসা মে কেও পদত্যাগ করতে হয়। পরিশেষে বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসনের সময়ে এসে ২০২০ সালের জানুয়ারিতে ব্রেক্সিট কার্যকর হয়। পরিশেষে আনুষ্ঠানিকভাবে ৩১ জানুয়ারি, ২০২০ সালে যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন (EU) ত্যাগ করে।
বিশ্বের প্রধান ও উদীয়মান অর্থনৈতিক পরাশক্তি সম্পন্ন দেশসমূহের মধ্যে পারস্পরিক সহযোগিতা, আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা ইত্যাদি ছিল G-20 গঠনের উদ্দেশ্য। এর কোন সদর দপ্তর নেই। ২০২১ সালের ১৬ তম সম্মেলন অনুষ্ঠিত হবে রোমে (ইতালি)। ২০২২ সালের ১৭ তম শীর্ষ সম্মেলন ভারতে হওয়ার কথা ছিল কিন্তু ভারতের স্বাধীনতা দিবস উৎযাপন উপলক্ষে বাতিল করা হয় এবং ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
Hello friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit