Jacobean Period এর আরো কয়েকজন লেখক

in hive-107931 •  2 years ago 

Cyril Tourneur (1575-1626)

Cyril Tourneur একজন বিশিষ্ট Jacobean নাট্যকার ও কবি। পেশাগত জীবনে তিনি ছিলেন একজন সৈনিক ও কূটনৈতিক।

Play

  • The Atheist's Tragedy

Prose

  • The Transformed Metamorphosis

Miguel de Cervantes(1547-1616)

Miguel de Cervantes ছিলেন স্পেনের বিখ্যাত কবি, নাট্যকার ও ঔপন্যাসিক। আধুনিক সাহিত্যের প্রথম ঔপন্যাসিক (Don Quixote) হিসেবে তিনি সমাদৃত।

Novel

  • Don Quixote
  • The Gypsy Girl (La Gitanilla)

John Fletcher(1579-1625)

fletcher-john-6f47ae-1024.jpg

John Fletcher একজন Jocobean যুগের ইংরেজ নাট্যকার। সপ্তদশ শতকের Tragi-comedy লিখার জন্য তিনি বিখ্যাত। এছাড়াও Beaumont ও Shakespeare এর সাথে বেশ কিছু সাহিত্যকর্মে একজন গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করেন। তাঁর নাটকগুলো ছিলো উচ্চশ্রেণির দর্শকদের জন্য লিখিত।

Plays

  • Faithful Shepherdess
  • The Tamer Tamed
  • The Tragedy of Valentinian
  • The Humourous Lieutenant
  • Rule a Wife and Have a Wife
  • The Loyal Subject
  • Women Pleased

FrancisBeaumont (1584-1616)

Beaumont একজন Jacobean যুগের ইংরেজ নাট্যকার। তিনি 1584 সালে লাইসিস্টারসায়ারের গ্রেসভিউতে জন্মগ্রহণ করেন। তিনি মাত্র ২৩ বছর বয়সে Ben Jonson এর বিখ্যাত নাটক Volpone-এ প্রিয় বন্ধুর সম্মানে কয়েকটি শ্লোক উৎসর্গ করেন। তিনি John Fletcher এর সাথে বেশ কিছু নাটক রচনা করেন।

Plays

  • The Woman Hater
  • The Knight of Burning Pestle
  • The Maid's Tragedy
  • A King no King
  • Coxcomb
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!