Jacobean Period (1603-1625)

in hive-107931 •  2 years ago 

"Mischiefs feed Like beasts, till they be fat, and then they bleed"
----------------Ben Jonson (Volpone)

রানি Elizabeth। এর মৃত্যুর পর টিউডর রাজবংশের আর কোনো উত্তরাধিকারী পাওয়া যায়নি। তাই রানির দূর সম্পর্কের আত্মীয়, তৎকালীন স্কটল্যান্ডের স্টুয়ার্ট বংশের রাজা James I কে ইংল্যান্ডেরও সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে মনোনীত করা হয়। তিনি 1603 থেকে 1625 পর্যন্ত ইংল্যান্ড ও স্কটল্যান্ড উভয়েরই রাজত্ব করেন। তার রাজত্বকালটুকুই ইংরেজি সাহিত্যে Jacobean Period নামে পরিচিত। ল্যাটিন ভাষায় James হয়। এধরনের কাব্যে দেহতত্ত্বের চেয়ে আধ্যাত্মিকতা, কল্পনাশক্তি ও ধর্মতত্ত্বের প্রভাব বেশি দেখা যায়। রাজা James I কে বলা হত The Wisest কে Jacobus বলা হয়। Jacobus শব্দটি থেকেই Jacobean শব্দটি এসেছে। কবি John Donne এর নেতৃত্বে এ যুগে Metaphysical কাব্যচর্চা শুরু Fool, কারণ তিনি নিজেকে ঈশ্বরের প্রতিনিধি মনে করতেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!