Robert Herrick এর আরো কিছূ সৃষ্টিকর্ম

in hive-107931 •  2 years ago 

To the Virgins, to
Make Much Time
Delight in DisorderUpon Julia's Clothes
“বর্তমানকে উপভোগ করো” – এইটাই এই কবিতার মূলমন্ত্র। যৌবনের সক্ষমতা ও সৌন্দর্য ফুরিয়ে যাওয়ার আগেই নিঃশেষে পান করে নেওয়ার উপদেশ কবির।অগোছালো পোশাকের একটা অন্যরকম মজা আছে। জীবনকে গত্বাঁধা আঙ্গিকে না রেখে মাঝেমাঝেই একটু এলোমেলো পোশাকের মতো উল্টেপাল্টে দেখা যায়।Julia নিয়ে কবির অনেকগুলো কবিতার একটি। মাত্র ছয় লাইনের এই কবিতায় কবি জুলিয়ার ঝলমলে পোশাক তার হৃদয়ে যে আলোড়ন তুলেছে তার চিত্রকল্প এঁকেছেন।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!