যে বলে তোমার সব কষ্ট আজ থেকে আমার!! কিন্তু সে-ই যে সব থেকে বড় দুঃখে কারণ জানা ছিল না..!!

in hive-109435 •  4 months ago  (edited)

Hello Everyone
This is @mueeinislam From #Bangladesh

girl-3421489_1920.jpg
Copyright free image

মানুষ যখন কাউকে গভীর ভাবে ভালোবাসে, তখন তার সমস্ত হৃদয় জুড়ে থাকে সেই প্রিয় মানুষটার ছায়া।।
দিনের আলো, রাতের আঁধার, সবকিছুতেই যেন তার অস্তিত্ব মিশে থাকে।।
জীবনের প্রতিটি ছোট খাটো আনন্দ, দুঃখ, কষ্ট সবকিছুই ভাগাভাগি করতে ইচ্ছে করে সেই প্রিয়জনের সাথে।।

ভালোবাসার মানুষটা যখন কাছে থাকে, তখন যেনো সমস্ত পৃথিবীটাই রঙিন হয়ে উঠে।।
তার হাসিতে, তার কথায়, এমনকি তার উপস্থিতিতেই যেন জীবনের সমস্ত কষ্ট চলে যায়।।
সে যখন পাশে থাকে, তখন মনে হয় সমস্ত দুঃখ কষ্টের উপর একটা শান্তির ছোঁয়া লেগেছে।।

তবে অনেক সময় এমন হয়, সেই প্রিয় মানুষটা দূরে চলে গেলে, হাজারো ব্যস্ততা, অজুহাত কিংবা অন্য কোনো কারণে, তার সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়।।
আমরা বোকা হয়ে অপেক্ষা করে থাকি, আশায় বুক বাঁধি যে, একদিন না একদিন সে ঠিকই ফিরে আসবে, আবার তার হাসি-কথায় ভরে উঠবে আমাদের জীবন।।

তবুও হৃদয়ের এক কোণায় সব সময় একটা বিশ্বাস থাকে যে প্রিয় মানুষটা সত্যিই ভালোবাসে, সে একদিন ফিরে আসবে, আবার সব কিছু আগের মতো সুন্দর হবে আর সেই অপেক্ষার মাঝেই হয়তো খুঁজে পাই ভালোবাসার প্রকৃত মানে, বুঝতে পারি সত্যিকারের ভালোবাসা কখনোই হারিয়ে যায় না, শুধু সময়ের প্রয়োজনে তা সাময়িক ভাবে আড়ালে চলে যায়।

যাকে পেয়ে ভেবে ছিলাম আর কখনোই কষ্ট পাবো না-
সেও বুঝিয়ে দিল ভালবাসা সুন্দর কিন্তু সবার জন্য না !!

আমি আশা করি আপনি আমার পোস্টটি পড়ে খুব উপভোগ করেছেন , শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Best Regards

@mueeinislam


The End,

Thank you everyone


Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  
Loading...