শুভ বিকেল
বিকেলের শুভেচ্ছা, বাড়ির উঠান। সকাল হলেই উঠানে সবাই ব্যস্ত হয়ে যাই, সারাদিনের, সারারাতের কাজগুলো উঠানেই সেরে নেওয়া হয়। নারীদের জায়গা ঘর আর উঠান । আমাদের বাড়ির উঠানে বেশ কয়েকটি পুকুর । এখানে কয়েকজন মহিলা ও ছোট ছেলে মেয়ে দেখতে পাচ্ছেন। তারা গৃহস্থালির কিছু জিনিসপত্র এখানে ধোয়ামোছা করছে। পিছন থেকে মোবাইল ফোনের ক্যামেরায় এই কয়টি ছবি ধারণ করলাম ।
প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ছবিগুলো উপহার দিলাম ।
উপভোগ করুন
ছবিগুলো মোবাইল ফোনে তোলা।
আমার জন্য সবাই দোয়া করবেন।
উপভোগ করুন।
Congratulations, your post is upvoted by CCS curation trail from CCS - A community by witness @visionaer3003.
Vote for @visionaer3003 as witness.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit