Hi friend's,
I am @rasel72. From #Bangladesh.
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন? আমিও ভালো আছি, আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে৷ আজকে আমি আমার আজকের ব্যবহারিক ক্লাসের কাটানো মুহুর্ত সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব৷ চলুন শুরু করি-
আজকে আমাদের কলেজের প্রথম ক্লাসটা ছিল সুইচগিয়ার এন্ড প্রটেকশন বিষয়ের ব্যবহারিক ক্লাস। সকাল ৮ টায় ক্লাস শুরু হওয়ার কথা ছিল। আমি দ্রুত ঘুম থেকে উঠে, গোসল করে কলেজের ড্রেস পরে রেডি হলাম কলেজে যাওয়ার জন্য। আমার যদিও রেডি হতে একটু দেরি হয়ে গিয়েছিল। তারাতারি সাইকেলটা নিয়ে কলেজে চলে গেলাম। গিয়ে দেখি স্যারও ওইমাত্রই ক্লাস রুমে প্রবেশ করতেছে। স্যারের সাথেই আমিও ক্লাস রুমে প্রবেশ করলাম। এরপর আমাদের ক্লাস শুরু হলো। ব্যবহারিক যেই বিষয়ে করাবে এবং যে রুমে ব্যবহারিকের সকল ইন্সট্রুমেন্ট রাখা আছে, সেই রুমের মেডাম তখনও কলেজে আসে নাই, কি রকম লাগে৷ স্যার নিজে মেডামকে ফোন দিলেন, তারপর তিনি বললেন তিনি ২০ মিনিট পর আসতেছেন।
কি আর করার তত সময় আমরা বসে স্যারের সাথে অন্য বিষয়ে কথা বললাম। এরপর মেডাম এসে আমার ব্যবহারিকের যন্ত্রপাতি বের করে দিলেন। আজকে আমাদের ব্যবহারিকের বিষয় ছিল ড্রপ আউট ফিউজ এবং লাইটিং এরেস্টটার এর অপারেশন সম্পর্কে বাস্তবে ধারণ লাভ৷ আমাদের স্যার প্রথমে আমাদেরকে একে একে গিয়ে ফিউজগুলো দেখার জন্য৷ আমরা গিয়ে আগে নেড়েচেড়ে দেখলাম। তারপর স্যার কিভাবে এগুলো হাই ভোল্টেজ লাইনে লাগানো থাকে এবং কিভাবে কার্যাবলি সম্পূর্ণ করে তা বোঝায়ে দিলেন।
আজকের ব্যবহারিক ক্লাসটা একটু বেশি ভালো লেগেছে আমার৷ কারণ, আমাী যে ল্যাবে ব্যবহারিক ক্লাস নেওয়া হয়, সেখানে একটা ৭২ ইঞ্চি এলইডি আছে, যেটাতে লিখে আমাদেরকে স্যারদের ক্লাস নেওয়ার কথা৷ কিন্তু কখনও স্যাররা নেয় নাই৷ আজকে আমি স্যারকে বললাম এলইডিতে ক্লাস নেওয়ার জন্য। এরপর আমি স্যারের অনুমতি নিয়ে নিজেই চালু করলাম। তারপর নিজেই লেখা শুরু করলাম। এরপর আমাদের করানো আজকের ব্যবহারিকের বিষয়টা ইউটিউবে সার্চ দিয়ে ভিডিও দেখতে লাগলাম, যাতে আরও ভালো ভাবে বিষয়টা বোঝা যায়। এরপর আমাদের স্যারও স্কিনে লিখে কিছু বিষয় বোঝালেন।
মূলত আজকের ব্যবহারিক ক্লাস থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি৷ এছাড়াও ব্যবহারিক ক্লাসের মুহুর্তটা বন্ধুদের সাথে অনেক মজা করে কাটিয়েছিলাম। আশা করি আপনাদের কাছে আমার আজকের পোষ্টটা ভালো লেগেছে৷ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।
Upvoted! Thank you for supporting witness @jswit.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit