আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি৷ আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে। আজকে আমি আপনাদের সাথে ঈদের দিন বিকালে ছোট ভাইয়ের সাথে বেড়ার কিছু সুন্দর মুহূর্ত শেয়ার করব। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। চলুন শুরু করি-
ঈদ মানেই আনন্দ। এই আনন্দটা আরও একটু বেশি যুক্ত করেছে, আমাদের এলাকার গড়াই নদীতে গড়ে ওঠা সেতু৷ আমাদের গ্রামের মানুষের স্বপ্নের সেতু ঈদের আগের দিন সকল জন সাধারণের জন্য উন্মুক্ত করে দেন। এজন্য আমাদের এবারের ঈদের খুশিটা আরও একটু বেড়ে গিয়েছে। শুধু আমাদের নয়, পূরো কুষ্টিয়া জেলার অনেকাংশ মানুষেরই খুশির সংবাদ এটা। আর কষ্ট করে নৌকায় নদীপার হতে হবে না। ঈদের আগের দিন থেকেই নানা জায়গার মানুষের ভিরে যেনো গড়াই নদীর তীরে ভীর জমেছে। মানুষের ভীরে যেনো ব্রীজ দিয়ে পারাপারই হওয়া কষ্টকর ছিল। আমি সচারাচর বাড়ীর বাইরে যায় না৷ সব সময় বাসার কাজে ব্যস্ত থাকি।
ঈদের দিন বিকালে আমার ছোট ভাই বললো, আপু চলেন ব্রীজের উপরে যায়। আমাদের বাড়ী থেকে ব্রীজের উপর যেতে ১ মিনিট মতো সময় লাগে। বলতে পারেন আমরা সব সময়ই ব্রীজের পাশে থাকি৷ আমাদের বাড়ী থেকে ব্রীজটাএতোটাই কাছে। সারা দিন কাজ করে ঈদের দিন বিকালে আসরের পর রেডি হয়ে ভাইয়ের সাথে গেলাম একটু ব্রীজে ঘুরতে। ঘুরতে গিয়ে দেখি মানুষের যেনো মিছিল হচ্ছে। কোথাও যেনো পা দেওয়ার জায়গা নেই। আমরা ব্রীজের মাথার দিকেই দাড়িয়ে ছিলাম। প্রচন্ড ভীর ছিল এজন, বেশি সামনের দিকে ভাই যেতে নিষেদ্ধ করায় যেতে পারি নাই৷
বেশ ভালো লাগছিল৷ আমাদের এলাকাতেও এতো মানুষের ভীর, দেখেও শান্তি। সবাই যেনো এক মহা মিলন মেলায় মেতে উঠেছিল। ঈদের আনন্দে সবাই যেনো ব্রীজে এসে আরও বেশি করে উপভোগ করতেছে। আমরা অনেকটা সময় সেখানে কাটালাম। সন্ধার দিকে বাসায় চলে এসেছিলাম। মুহুর্তটা বেশ সুন্দর ভাবে কাটিয়েছিলাম। আশা করি আপনাদের সবার কাছেও ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।
সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য।