ভাইয়ের পছন্দের কিছু খাবার রান্না করলাম।

in hive-109690 •  2 years ago 

সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার আরেকটা নতুন পোষ্ট নিয়ে। আজকে আমি আমার ছোট ভাইয়ের জন্য রান্না করা পছন্দের খাবার নিয়ে আলোচনা করব৷ চলুন শুরু করি-

IMG_20230802_134621.jpg

আমার ছোট ভাই পড়াশুনার জন্য কুষ্টিয়া মেসে থাকে। বেশ কিছু দিন পর পর বাসায় আসে। গত পরশু দিন ভাই বাসায় এসেছে। এজন্য ওর জন্য আমি ওর পছন্দের কিছু খাবার রান্না করলাম। ও মুরগির মাংস রান্না এবং আলু দিয়ে ঢেঁড়শ ভাজি খুব পছন্দ করে। এজন্য এই দুইটা পদই রান্না করলাম এবং সাদা ভাত রান্না করলাম। ভাতে সাথে এগুলোা খেতে বেশ মজা লাগে। যেহেতু বেশির ভাগ সময় ভাই বাড়ীর বাইরে থাকে, এজন্য বাড়ীর খাবারের স্বাদটা সব সময় পেয়ে থাকে না। এজন্য বাড়ীতে আসলে চেষ্টটা করি কিছুটা ভালো ভাবে ওর পছন্দের খাবারগুলো রান্না করে খাওয়ানোর জন্য। এতে ও খুব খুশি হয়৷

Uploading image #2...

IMG_20230802_134647.jpg

IMG_20230802_134637.jpg

ভাই, ২/১ দিন হয়ত থাকবে। ভেবেছি, যে কয়দিন থাকবে প্রতিদিনই নতুন নতুন ওর পছন্দের খাবারগুলো রান্না করে খাওয়াব। যাতে কিছুটা হলেও বাড়ীর খাবারের স্বাদটা পায়। প্রতিটা বোনই চায় সব সময় ভাইদের পছন্দগুলো পূরণ করার জন্য। আমিও সেটাই সব সময় চেষ্টটা করি।

আশা করি ভাইয়ের জন্য রান্না করা খাবারগুলো আপনাদেরও অনেকেরই পছন্দের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।

সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকের পোষ্টটা পড়ার জন্য।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Congratulations, your post is upvoted by CCS curation trail from CCS - A community by witness @visionaer3003.

png_20230714_223610_0000.png

"Home is where your heart is !❤️."

cyxkEVqiiLy2ofdgrJNxeZC3WCHPBwR7MjUDzY4kBNr81LgoDfTovZFjKgw6zMQtAnAPjGMC8RWTcjJfJscBJfnwR4Gi8DzYa91VcGQiVQ6nybhCecG6tn97bGn4jfYjj26.png
Vote for @visionaer3003 as witness.

Thank you.