Food photography

in hive-109690 •  last year 

IMG20231127231729.jpg

IMG20231127210135.jpg

IMG20231127205547.jpg
এইতো 'এক দশক' আগেই আমাদের মধুর একটা 'শৈশব' ছিলো। স্কুল থেকে ফিরে ড্রেস চেঞ্জ করেই খেলার মাঠে দৌড় দিতাম। খেলা শেষে মাগরিবের আযানের পরে বাসায় ফিরলে আম্মু লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতো, আম্মুর মারের ভয়ে চুপিচুপি বাসায় ফিরে হাত মুখ ধুয়েই পড়তে বসে যেতাম। ঘর মাতিয়ে জোরে জোরে পড়া মুখস্থ করতাম। পড়তে পড়তে চোখে ঘুম চলে আসতো। এরপর রাতে আম্মুর হাতে ভাত খেয়ে ঘুমিয়ে যেতাম।
তখন প্রতিটি দিন ছিলো সহজ, সরল ও রঙিন। সময়ের বাঁকে হারিয়ে গেছে আমাদের সহজ সেই রুটিনটা। এখন আমাদের মাঝে বাসা বেধেছে 'শহরের যান্ত্রিকতা', 'সয়ে যাওয়ার স্বভাব' আর 'নীরবতা এ শহর জুড়ে এমন একটা সময় ছিল অনেক বৃষ্টি নাম তো আমি খুব যত্ন করে এসে বৃষ্টির দিতাম আমার মন যেতো আমি দিক থেকে বিভিন্ন জায়গায় অনেক জোরে জোরে ঘুরে বেড়াতাম কিন্তু আমি আসলে সময়ের সাথে সাথে অনেক কিছু হারিয়ে ফেলেছি সময় আমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে আমার কোন আফসো দুঃখ কষ্ট বলতে কিছু নেই কিন্তু অনেক সময় থাকতেও হয় তারপরও আমি মনে করি যে আসলে মানুষকে ভালো থাকতে হয় ভালো রাখতে হয়। সব কিছু সময়ের উপর নির্ভরশীল হয়ে রাখা ঠিক নয় বলে আমার কথা মনে হয় আমি সবকিছুতে বেশিসেটি হচ্ছে যে সময়ের সাথে সাথে বাদুরে থাকা বা অনেক কিছু বুঝতে পারে

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Warning,

This user was downvoted or is blacklisted likely due to farming, phishing, spamming, ID theft, plagiarism, or any other cybercrime operations. Please do your due diligence before interacting with it.

If anyone believes that this is a false flag or a mistake, consider reaching the watchers on Discord.

Thank you,