কেমন তরো ইচ্ছে রে তোর
উড়তে চাস ঐ আকাশ ছুঁয়ে
ঘুড়িখানার লাটাই ধরে
মাটির উপর ঘাস বুলিয়ে
এমন করে ভাবতে আছে?
পাগল মন আঁকড়ে বসে।
এ কেমন তরো ইচ্ছে রে তোর
পাহাড় ডিঙগাবি সূর্য দেখে
ঝর্ণা জলে স্নান সেরে
লাল পাথরে চিহ্ন এঁকে
এমন স্বপ্ন দেখতে আছে?
অচেতন মন পাবার আশে।
দ্যাখ না চেয়ে ঐ লম্বা গাছে
উঁকি মারছে কেমন হেসে
জয় করছে আপন ভুলে
দীর্ঘ পথের শেষ সীমান্তে।
ভাববি যদি ভাব ওর মত
উদার প্রেমে বাঁধবি যত
প্রাণের মেলার খেলবি হেসে
পার করবি ইচ্ছে শত।
আপন ভোলা পাগল মনে
রঙ লাগাবি ত্রিভূবনেতে
সত্য হবে মনের আলো
মিটবে পিয়াস এই তো ভালো।