ডাইরি গেম :- আমার কাটানো।সুন্দর একটা দিন /// ৩১ ডিসেম্বর ২০২৩

in hive-114831 •  last year 

সবাইকে জানাই নতুন বছরের অগ্রিম সুভেচ্ছা

আসসালামু আলাইকুম

আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি। সবার প্রিয় কমিউনিটিতে আজকে আমি আপনাদের সামনে ছোট্ট একটি ডাইরি গেম নিয়ে হাজির হয়েছি। তাহলে বন্ধুরা চলুন দেরি না করে আমার আজকে ডাইরিটা নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনার রাখি।

কভার ফটো

IMG_20231231_111352.jpg

সকাল বেলা ঘুম থেকে উঠে শীতের স্নিগ্ধ বাতাসে হাঁটাহাঁটি করতে কার না ভালো লাগে। ছোট বাচ্চারা বাদে সকল প্রকার লোকজনেরা সকালবেলা হাটাহাটি করে। এই শীতের সময় গুরুজনেরা নামাজ পড়ে সকাল পর্যন্ত হাটাহাটি করে তারপর বাসায় ফিরে। আমার সকাল বেলা হাটাহাটি করার উদ্দেশ্য ফটোগ্রাফি করা। বাসার বাহিরে বের হই এবং সকালের ঠান্ডা কনকনে বাতাসে হাটাহাটি করি। আমার হাটাহাটি করার মেন উদ্দেশ্য হলো ফটোগ্রাফি করা।

IMG_20231231_192411.jpg

IMG_20231231_192350.jpg

আমি শীতে ভেজা ছোট একটি ফুলের ফটোগ্রাফি করি যা আমার কাছে বেশ ভালই লেগেছিল। ফটোগ্রাফি করার পর বেশ কিছুক্ষণ বাইরে ঘুরাঘুরি করে আমি বাসায় ফিরে আসি এবং খাওয়া-দাওয়া করে নেই। আমি সাধারণত আমি নিজে রান্না করে খাই আর আমার রান্না করে খাই আর আমার রান্নার এক্সপেরিয়েন্স বেশি নাই। খাওয়া দাওয়া করে আমি শুয়ে শুয়ে মোবাইল ফোনে বিভিন্ন ধরনের ভিডিও দেখি এবং বাড়ির লোকজনদের সাথে কথাবার্তা বলি।

IMG_20231231_192434.jpg

আজ আমার কর্মস্থল এনআরবিসি ব্যাংক ক্লোজিং এর কারনে বন্ধ থাকায় আমি সারাদিনটা বাসায় কাটিয়েছি। আস্তে আস্তে দুপুর ঘনিয়ে আসলো আর আমি গোসল করে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেই। আমি গোসল করলে সরিষা তেল গায়ে মাখি, আমার তেল শেষ হওয়ার কারনে বাইরে গিয়ে দোকান থেকে একটা সরিষা তেলের বোতল নিয়ে আসি। সেখান থেকে আসার পর আমি একটু ঘুম যাই। আমি আনুমানিক পাঁচটার দিকে ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে বাহিরে বের হলাম।

IMG20231231181302.jpg

IMG20231231183320.jpg

IMG20231231183316.jpg

IMG20231231181257.jpg

IMG20231231183322.jpg

IMG20231231173925.jpg

এই সময় ঢাকা শহরে খোলা স্থানে অস্থায়ী দোকানপাট বসে সেগুলোতে প্রচুর পরিমাণ ভিড় জমে আমরা প্রায় সেখানে ঘুরাঘুরি করতে যাই আমাদের সেখানে যাওয়ার উদ্দেশ্য হলো সুন্দরী রমণী দেখা কেনাকাটা তো দূরের কথা। সেখানে গিয়ে আমি আমার ছোট বোনের জন্য দুই তিন জোড়া জুতা দেখে দেখে আসি পরবর্তী সময়ে গেলে কি দামে নিতে পারবো। তাই আমি এটার আইডিয়াটা নিয়ে আসছি। তারপর বেশি যখন ঘুরাঘুরি করার পর আমরা আমার বাসার দিকে রওনা দেই।

IMG20231231183339.jpg

তো বন্ধুরা এই ছিল আমার আজকের আপনাদের সামনে আলোচিত ছোট্ট একটি ডায়েরি গেম। আশা করি আপনাদের সবার ভালো লাগবে সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি।

ডিভাইসRealme c15
ফটোগ্রাফার@mdparvaj
বিষয়ডাইরি গেম

🙋‍♂️আমার পরিচয়🙋‍♂️

আমার নাম মোঃ পারভেজ আখতার, আমার স্টিমিট ইউজার আইডি @mdparvaj। আমি পড়াশোনার পাশাপাশি স্টিমিট প্ল্যাটফর্মে কাজ করি। আমি দিনাজপুর জেলার পার্বতীপুর থানার জমিরহাট তকেয়াপাড়ায় থাকি। আমি খেলাধুলা এবং ভ্রমণ অনেক ভালোবাসি।
Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.