সবাইকে জানাই নতুন বছরের অগ্রিম সুভেচ্ছা
আশা করি আপনারা সবাই ভাল আছেন। আপনাদের দোয়ায় এবং আল্লাহ তায়ালার অশেষ রহমতে আমিও ভাল আছি। সবার প্রিয় কমিউনিটিতে আজকে আমি আপনাদের সামনে ছোট্ট একটি ডাইরি গেম নিয়ে হাজির হয়েছি। তাহলে বন্ধুরা চলুন দেরি না করে আমার আজকে ডাইরিটা নিয়ে আপনাদের সামনে কিছু আলোচনার রাখি।
সকাল বেলা ঘুম থেকে উঠে শীতের স্নিগ্ধ বাতাসে হাঁটাহাঁটি করতে কার না ভালো লাগে। ছোট বাচ্চারা বাদে সকল প্রকার লোকজনেরা সকালবেলা হাটাহাটি করে। এই শীতের সময় গুরুজনেরা নামাজ পড়ে সকাল পর্যন্ত হাটাহাটি করে তারপর বাসায় ফিরে। আমার সকাল বেলা হাটাহাটি করার উদ্দেশ্য ফটোগ্রাফি করা। বাসার বাহিরে বের হই এবং সকালের ঠান্ডা কনকনে বাতাসে হাটাহাটি করি। আমার হাটাহাটি করার মেন উদ্দেশ্য হলো ফটোগ্রাফি করা।
আমি শীতে ভেজা ছোট একটি ফুলের ফটোগ্রাফি করি যা আমার কাছে বেশ ভালই লেগেছিল। ফটোগ্রাফি করার পর বেশ কিছুক্ষণ বাইরে ঘুরাঘুরি করে আমি বাসায় ফিরে আসি এবং খাওয়া-দাওয়া করে নেই। আমি সাধারণত আমি নিজে রান্না করে খাই আর আমার রান্না করে খাই আর আমার রান্নার এক্সপেরিয়েন্স বেশি নাই। খাওয়া দাওয়া করে আমি শুয়ে শুয়ে মোবাইল ফোনে বিভিন্ন ধরনের ভিডিও দেখি এবং বাড়ির লোকজনদের সাথে কথাবার্তা বলি।
আজ আমার কর্মস্থল এনআরবিসি ব্যাংক ক্লোজিং এর কারনে বন্ধ থাকায় আমি সারাদিনটা বাসায় কাটিয়েছি। আস্তে আস্তে দুপুর ঘনিয়ে আসলো আর আমি গোসল করে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নেই। আমি গোসল করলে সরিষা তেল গায়ে মাখি, আমার তেল শেষ হওয়ার কারনে বাইরে গিয়ে দোকান থেকে একটা সরিষা তেলের বোতল নিয়ে আসি। সেখান থেকে আসার পর আমি একটু ঘুম যাই। আমি আনুমানিক পাঁচটার দিকে ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে বাহিরে বের হলাম।
এই সময় ঢাকা শহরে খোলা স্থানে অস্থায়ী দোকানপাট বসে সেগুলোতে প্রচুর পরিমাণ ভিড় জমে আমরা প্রায় সেখানে ঘুরাঘুরি করতে যাই আমাদের সেখানে যাওয়ার উদ্দেশ্য হলো সুন্দরী রমণী দেখা কেনাকাটা তো দূরের কথা। সেখানে গিয়ে আমি আমার ছোট বোনের জন্য দুই তিন জোড়া জুতা দেখে দেখে আসি পরবর্তী সময়ে গেলে কি দামে নিতে পারবো। তাই আমি এটার আইডিয়াটা নিয়ে আসছি। তারপর বেশি যখন ঘুরাঘুরি করার পর আমরা আমার বাসার দিকে রওনা দেই।
তো বন্ধুরা এই ছিল আমার আজকের আপনাদের সামনে আলোচিত ছোট্ট একটি ডায়েরি গেম। আশা করি আপনাদের সবার ভালো লাগবে সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি।
ডিভাইস | Realme c15 |
---|---|
ফটোগ্রাফার | @mdparvaj |
বিষয় | ডাইরি গেম |
🙋♂️আমার পরিচয়🙋♂️ |
---|
https://twitter.com/ParvejAkter1/status/1741461912229933371?t=p-k70K8WvsTGyjJcT0uxJw&s=19
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Upvoted. Thank You for sending some of your rewards to @null. It will make Steem stronger.
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit