𝙷𝚎𝚕𝚕𝚘..!!
𝙼𝚢 𝙳𝚎𝚊𝚛 𝙵𝚛𝚒𝚎𝚗𝚍𝚜,
𝚃𝚑𝚒𝚜 𝚒𝚜 @𝚎𝚑-𝚜𝚑𝚘𝚑𝚊𝚐 𝚏𝚛𝚘𝚖 𝙱𝚊𝚗𝚐𝚕𝚊𝚍𝚎𝚜𝚑. 𝙰𝚜 𝚊 𝚙𝚎𝚛𝚜𝚘𝚗 𝙸 𝚏𝚎𝚎𝚕 𝚎𝚟𝚎𝚛𝚢𝚝𝚑𝚒𝚗𝚐 𝚙𝚘𝚜𝚒𝚝𝚒𝚟𝚎. 𝙼𝚢 𝚙𝚘𝚜𝚒𝚝𝚒𝚟𝚎𝚗𝚎𝚜𝚜 𝚏𝚘𝚛𝚌𝚎𝚜 𝚖𝚎 𝚝𝚘𝚠𝚊𝚛𝚍𝚜 𝚖𝚢 𝚊𝚌𝚝𝚒𝚟𝚒𝚝𝚢 𝚑𝚊𝚟𝚒𝚗𝚐 𝚠𝚒𝚝𝚑 𝚜𝚞𝚌𝚌𝚎𝚜𝚜. 𝚃𝚑𝚒𝚜 𝚒𝚜 𝚖𝚢 𝚜𝚝𝚛𝚎𝚗𝚐𝚝𝚑. 𝙰𝚗𝚢𝚠𝚊𝚢, 𝚕𝚎𝚝'𝚜 𝚜𝚝𝚊𝚛𝚝 𝚝𝚘𝚍𝚊𝚢'𝚜 𝚙𝚘𝚜𝚝.
#1
Subject | Subject-Matter |
---|---|
Shot On | Realme 7 Pro |
Captured By | @eh-shohag |
আজ সকালে আমি ঘুম থেকে উঠেছিলাম দশটার কিছুক্ষণ পূর্বে এর পথে আমি পড়েছিলাম তাই সকালে নাস্তা করলাম নাস্তা খাওয়া শেষ হলে ওষুধ খেলাম। এরপর আমার একটু কাজ ছিল সে কাজ করার জন্য আমি একজনকে সঙ্গে নিয়ে বাজারে চলে গেলাম বাজারে গিয়ে সেখান থেকে বাজার পুরো 1 ঘন্টা 15 মিনিট পরে। আমার সবকিছু আমাদের এখানে কাছে ম্যানেজারের দায়িত্ব নিয়েছিলেন তা জেনে বুঝে পেলাম। এরপর আমি যখন অন্য রুমে ফিরে এলাম তখন আমি পড়াশোনা করার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম এরপর যখন পড়তে বসলাম ইন্টারনেট থেকে দেড় ঘন্টা পড়াশোনা করলাম।
#2
Subject | Subject-Matter |
---|---|
Shot On | Realme 7 Pro |
Captured By | @eh-shohag |
এরপর যখন বাঙালি দুপুরে এসে পৌঁছাল তখন আমরা আমাদের আরো চেপে গেল আমি তখন সমস্ত কাজ বন্ধ করে গোসল করতে চলে গেলাম। গোসল করার পর আমি বিছানায় শুয়ে নিয়ে বিশ্বায়নের ছিলাম কিন্তু আমি কর্তৃপক্ষ তা অনুভব করলাম তারপর আমি রান্না ঘরে চলে গেলেন এবং সেখান থেকে আমার দুপুরের খাবার নিয়ে আসলাম এবং খেতে শুরু করলাম। কিভাবে সময় অতিক্রম করতে লাগলো আমি খাওয়া-দাওয়ার পর পড়ার চেষ্টা করলাম কিন্তু করতে পারলাম না আমি বিছানায় শুয়ে পড়লাম ঘুম থেকে উঠলাম সন্ধ্যার পর আমি আবার পড়তে বসলাম এবং পড়ার সময় ব্যবহার একটা পোস্ট করা দরকার তাই আবারও আমি পিছনে দৌড়ে চলে আসলাম।
Have any questions to know about me? Please leave a comment without any hesitation.I will humbly try to answer.
Facebook|::|Instagram|::|Twitter