Hello food Lovers friends,
Good afternoon, Assalamu Alaikum, how are you all? Hope you are well and healthy. Alhamdulillah, by the grace of Allah, I am also well.
Today, as always, I came before you with a new blog. The blog is about how we can make taki fish soup. First we will know the cooking ingredients.
Taki fish cooking ingredients: -
Onion
Garlic
Raw salt
Cumin paste
Mustard paste
Turmeric powder
Salt
Cooking utensils like oil etc.
Cooking method: -
I will take the fish and clean it well, then I will wash the fish four to five times, then I will cut all the cooking utensils, I will grind the mustard and cumin seeds.
We will take a pan or pan for cooking, then the pan will become hot, add oil, the oil will become hot, then we will fry the onion-pepper and garlic first so that it looks like red.
Then I will pour the fish over the amount of fried onion, pepper, salt, yellow mustard paste, cumin paste, I will add it at the same time, stir it for a while and call it.
After two to three minutes I will lift the lid and then I will keep dancing. I have to take care that the fish do not break and spread again.
After stirring for 10 to 12 minutes, add water as measured, then cover again with lid. After boiling for 20 to 25 minutes, turn off the taki fish broth.
Taki Fish Nutrients: -
We will briefly describe the vitamins contained in Taki fish: -
Taki fish is a non-vegetarian food, Taki fish contains protein, zinc and iodine.
Taki fish It is very beneficial for the sick patient. Eating this fish eliminates anemia and this taki fish is very beneficial for pregnant women. It is possible to get quick recovery by eating this fish because it is rich in vitamins and minerals.
So friends, so far today. Stay well, stay healthy, this is the expectation for everyone.
Thank you so much for visiting my post. God bless you.
BANGLA
হ্যালো বন্ধুরা,
শুভ বিকাল, আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভাল আছি।
বরাবরের মত আজ ও আরো একটি নতুন ব্লাগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ব্লগ টি হল কিভাবে আমরা টাকি মাছ ঝোল করব। প্রথমে আমরা রান্নার উপকরণ গুলো জেনে নিব।
টাকি মাছ রান্নার উপকরণ গুলো:-
পেঁয়াজ
রসুন
কাঁচা ঝাল
জিরে বাটা
সরিষা বাটা
হলুদের গুঁড়া
লবণ
তেল ইত্যাদি রান্নার উপকরণ।
রান্নার পদ্ধতি:-
টাকি মাছ গুলো আসটে তুলে ভালো করে পরিষ্কার করে নেব তারপর মাছগুলো চার থেকে পাঁচবার ধুয়ে নিব তারপর সমস্ত রান্নার উপকরণ গুলো কেটে নিব সরিষা ও জিরা গুলো মিহি করে বেটে নিব
আমরা রান্নার জন্য একটি পরিমাণমতো কড়াই অথবা পাতিলা নিব তারপর কড়াই গরম হয়ে উঠলেন তেল দিব পরিমাণমতো তেল গরম হয়ে উঠলো পেঁয়াজ-মরিচ ও রসুন প্রথমে ভেজে নিব যাতে করে দেখতে লাল এর মত হয়।
তারপর মাছগুলো ঢেলে দেবো ভাজা পেঁয়াজ মরিচের উপরে পরিমাণ মত লবণ হলুদ সরষে বাটা জিরা বাটা একই সাথে অ্যাড করব কিছুক্ষণ নাড়াচাড়া করে ডেকে দেবো।
দুই থেকে তিন মিনিট পর ঢাকনা টা উঠিয়ে দিব তারপর টাকি মাছগুলো আস্তে আস্তে করে নাচে থাকবো খেয়াল রাখতে হবে যাতে করে মাছগুলো ভেঙ্গে ছড়িয়ে না যায় আবার নিচে লেগে না যায় সব দিকে খেয়াল রেখে মাছগুলো নাড়তে হবে।
10 থেকে 12 মিনিট নাড়াচাড়া করার পর পরিমাপ মত পানি অ্যাড করতে হবে তারপর পুনরায় আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে 20 থেকে 25 মিনিট জ্বালানোর পর টাকি মাছের ঝোল টি বন্ধ করে দিতে হবে।
টাকি মাছের পুষ্টি উপাদান সমূহ:-
টাকি মাছের ভিতর কি কি ভিটামিন রয়েছে তা আমরা সংক্ষিপ্তভাবে বর্ণনা করব:-
টাকি মাছ একটি আমিষ জাতীয় খাবার,টাকি মাছের ভিতরে রয়েছে প্রোটিন, জিংক ও আয়োডিন।
টাকি মাছ এটি অসুস্থ রোগীর জন্য খুবই উপকারী। এই মাছ খেলে রক্তস্বল্পতা দূর হয় এবং গর্ভবতী মহিলাদের জন্য খুবই উপকারী এই টাকি মাছ। এই মাছ খেলে দ্রুত সুস্থতা লাভ করা সম্ভব কারণ এতে প্রচুর পরিমাণ ভিটামিন ও মিনারেল ও আমি দ্বারা ভরপুর।
তো বন্ধুরা আজ এ পর্যন্তই। সকলে ভাল থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা রইল সকলের প্রতি।
আমার এই পোস্টটি ভিজিট করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।