আসালামুআলাইকুম আসা করি আপনারা সবাই ভালো আছেন ? আমি আল্লাহ তায়ালার রহমতে ভালো আছি। আমার ছোট ভাই আমাকে দিরগ কয়ক দিন যাবত বলতেচে ভাই আমি একটি মোবাইল ফোন করব।
কিন্তু আমি এতদিন সময়ের সমস্যার কারণে আমি যাইতে পারি না।আজ আমার অফিস ছুটি হয়েছে রাত সাতটায় আমার ছোট ভাই কে আমি বললাম ।
চলআজকে তোর জন্য একটা মোবাইল ফোন কিনতে মার্কেটে যাব। পরে আমরা আরও আমাদের সাথে দুই জন নিয়ে আমরা রুয়ানা হই তখন বাজে রাত আটটা ।
সেখানে আমরা সুরুমে গিয়ে ভালো একটা মোবাইল ফোন কিনলাম। পরে আমরা একটি রিক্সায় মারা করে বসার কাছে আসি । সেখানে আমরা একটি রেস্টুরেন্টে গিয়ে কিছু খাবার খেয়ে নিলাম।
আপনার মার্কেটে যাওয়ার গল্প অসাধারণ ছিল। সুন্দর লিখেছেন। ধন্যবাদ সাথে থাকার জন্য
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit