আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভাল আছেন। আমি ও আজ অনেক ভালো আছি। আমি আজ দুপুরে বাসায় এসে কিছুক্ষণ বসে ছিলাম। আমাদের বাসার সামনে ।
একটি ধানের ফশল করা হয়েছিল। আমি ধান ক্ষেতের পাশে গিয়ে ছিলাম সেখানে আমার অনেক ভালো লাগলো ফশল অনেক ভালো হয়েছিল। তাই পতি বছর খেতে মালিক বছরে দুইবার চাষ করে। ধানের ফশল আমার অনেক ভালো লাগলো ।