প্রিয় বন্ধুরা,
কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে একজন মহান ব্যাক্তির কথা বলতে এসেছি যাকে সবাই নেতাজী সুভাষচন্দ্র নামে জানেন।
আজ এই মহান ব্যাক্তির ১২৫ তম জন্মদিন।
আজ আমি স্বাধীন ভারতবাসী এবং বাঙালি হিসেবে গর্ব বোধ করি এই মহান ব্যক্তিত্ব কেবল একজন স্বাধীনতা সংগ্রামী নন একজন বাঙ্গালী ও বটে।
আজাদ হিন্দ ফৌজ গঠন এবং আমাকে রক্ত দাও আমি স্বাধীনতা দেবো শব্দগুলো আজও সমগ্র বাঙালি জাতির মনে অবিস্বরনীয় হয়ে আছে।
আজ স্বাধীন ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে আমার কুর্নিশ এই মহান নেতাকে।
আমি কুর্নিশ জানাই সেই মহীয়সী মা কেও যিনি এমন একজন বীরকে জন্ম দিয়েছেন।
আজ এত বছর পরেও এই ব্যাক্তির প্রতি আমি সমান শ্রদ্ধাশীল।
নতুন প্রজন্ম কতখানি এই ব্যাক্তি সম্পর্কে ওয়াকিবহল, তবে আমাদের দায়িত্ব তাদেরকে এই শিক্ষা দিয়ে বড় করা।
আমাদের দায়িত্ব নব প্রজন্মকে বুঝতে শেখানো উচিৎ কত রক্ত এবং আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা স্বাধীন ভারতের সূর্যদয় দেখতে পাচ্ছি।
ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।
জয় হিন্দ।