স্কুল এর বন্ধুদের সাথে পুনরায় একত্রিত হবার একটি দিন।

in hive-119463 •  3 years ago 

IMG-20211227-WA0036.jpg

প্রিয় বন্ধুরা,
শুভ শনিবার সকলকে। আজ অনেকদিন পর বাড়িতে বসে বন্ধুদের কথা মনে পড়ছিল। নিজের ঘরে বসে পুরনো কিছু ছবি যেটা গতবছর তোলা হয়েছিল আমার স্কুল এর পুনর্মিলন হবার দিন।

জীবনের গুরুত্বপূর্ণ সময় হলো শৈশব এবং সেই শৈশবের সবচাইতে মুল্যবান সম্পদ হলো ছাত্রজীবন।

IMG_20220122_211744.jpg


IMG-20211227-WA0038.jpg

যখন ছোটো ছিলাম, বড় হবার প্রবল আকর্ষণ অনুভব করতাম, আজ যখন বড় হয়েছি, বুড়ো হয়েছি বলা বাহুল্য; তখন আবার একবার ফিরে দেখতে ইচ্ছে হয় সেই ছাত্র জীবন।

IMG_20220122_211723.jpg


IMG_20220122_211643.jpg

তবে আমি বোধহয় সেইসকল মুষ্টিমেয় সৌভাগ্যবানদের দলে যারা আজও তাদের ছাত্রাবস্থার বন্ধুদের সাথে এইবয়সে এসেও যোগাযোগ রাখতে পেরেছে।

যখন এই বন্ধুদের দল একজায়গায় হবার সুযোগ পাই, হারিয়ে যাই ছোটবেলার অসংখ্য ঘটনার আড়ালে।
ভুলে যাই বয়স, ভুলে যাই সংসার, আরো একবার বাঁচতে ইচ্ছে হয় শৈশবের মতো করে।

আশাকরি আপনারাও সেই হারিয়ে যাওয়া ছাত্র জীবন ফিরে পেতে চান।

অবশেষে বলতে চাই এই বার্ধক্যের আড়ালে শৈশব বাঁচিয়ে রাখতে চাই, বাঁচতে চাই সদলবলে সেই সকল বন্ধুদের সাথে যারা সময়ের সাথে শারিরীক ভাবে বুড়ো হয়েছে কিন্তু মনের দিক থেকে আজও ছাত্রই রয়ে গেছে।

ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!