আশাকরি সবাই ভাল আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ দুপুরে লাঞ্চে আমি বাসায় আসার সময় আমি যেই রাস্তা দিয়ে আমি আমাদের অফিসে তাই সেই রাস্তার পাশে একটি ভর পুকুর আছে পুকুরে দেখতে পেলাম আমি দুইটি পাতি হাঁস 🦆🦆 তার মধ্যে একটি হাঁসা আর একটি হাঁসি দোয়োটি হাঁস অনেক সুন্দর ছিল।
আমি অনেক দিন পর দেখলাম হাঁস গুলোকে পরে আমি আমার মোবাইলে কয়েকটি ছবি তুলেছিলাম ছবি গুলো অনেক সুন্দর হয়েছে। এই হাঁসের ডিম খেতে আমার খুব ভালো লাগে । আমাদের বাড়িতে অনেকেই এই হাঁস থাকে এই হাঁসের ডিম দেয় প্রতি দিন হাঁসে যদি ঠিক মতো খাবার খায় তাহলে তিন থেকে চার মাস ডিম দেয়।তবে তাই হোক বন্ধারা আমার সবাইকে ধন্যবাদ ।