100 DAYS OF STEEM: My 9th Diary Game - 10th July 2020

in hive-119845 •  5 years ago 

আমার দিন শুরু হয় ফজরের নামাজ দিয়ে। তার পর চা খেয়ে পড়তে বসি। ১-২ ঘন্টা পড়ার পর সময় হয়, প্রাইভেট এ যাওয়ার। তো, ব্যাগ ঘাড়ে নিয়ে, সাইকেলটা নিয়ে চলে যাই এবং ২ বা ৩ ঘন্টা পর বাসায় বাসায় ফিড়ে আসি। বর্তমানে "করোনা ভাইরাসের কারণে স্কুল 4 মাস ধরে বন্ধ। তাই প্রাইভেট পরে পড়া গুলো এগিয়ে নিচ্ছি। জীবনে বড় কিছু হতে হলে পড়ালেখা করতে হয়।

দুপুরে যোহরের নামাজ পরে। বাবা-মা এর সাথে বসে আমি ভাত খাইলাম। তার 1 ঘন্টা ঘুমাইলাম। আমার আবার "Photo and vdieo edit করতে ভালো লাগে। তাই আমি অবসরে ছবি তুলি এবং edit করি৷ এই কাজটির গাশাপাশি বড় ভাই বোন দের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথাও বলি।

20200710_004041.png

20200710_004032.png

20200710_004050.png

বিকালে আমাদের এখানে একটা মাঠ আছে৷ ওখানে বন্ধুরা মিলে ক্রিকেট খেলি৷ কোনদিন ফুটবল খেলি৷ তারপর মাগরিবের আজান দিলে বাড়ি চলে আসি। বাসায় মাগরীবের নামাজ আদায় করি৷ তারপর নাস্তা খাই৷ চা ও বিস্কুট খেয়ে পড়তে বসি। রাত ১০ টা পর্যন্ত বই পড়ি৷ তারপর রাতের খাবার খাই৷ তারপর একটু টিভি দেখি। তারপর বাবাকে পড়া দেই। তারপর বাবা-মা ঘুমায় যায়৷ আমি মোবাইল নিয়ে বন্ধুদের সাথে facebook এ গল্প করি৷ যখন ঘুম আসে। মোবাইল টেবিলের উপর রেখে ঘুমায় পরি৷

এভাবেই প্রতিদিনের সময় গুলো কেটে যায়।

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!
Sort Order:  

বাংলা ব্লগ লেখার জন্য ধন্যবাদ৷ কারণ বাংলা আমাদের মাতৃভাষা। আর আমরা বাংলায় ব্লগ লিখে যতটুকু স্বাচ্ছন্দবোধ করি৷ সেটা ইংরেজি ভাষায় লিখে করি না৷ তাছাড়া english লিখে নিজের মনের ভাব টা প্রকাশও করতে সমস্যা হয়৷ যাই হোক, সুন্দর ব্লগ লিখেছেন।

Thank you for taking part in The Diary Game on Steem.

Keep following @steemitblog for the latest updates.

The Steemit Team