আমার দিন শুরু হয় ফজরের নামাজ দিয়ে। তার পর চা খেয়ে পড়তে বসি। ১-২ ঘন্টা পড়ার পর সময় হয়, প্রাইভেট এ যাওয়ার। তো, ব্যাগ ঘাড়ে নিয়ে, সাইকেলটা নিয়ে চলে যাই এবং ২ বা ৩ ঘন্টা পর বাসায় বাসায় ফিড়ে আসি। বর্তমানে "করোনা ভাইরাসের কারণে স্কুল 4 মাস ধরে বন্ধ। তাই প্রাইভেট পরে পড়া গুলো এগিয়ে নিচ্ছি। জীবনে বড় কিছু হতে হলে পড়ালেখা করতে হয়।
দুপুরে যোহরের নামাজ পরে। বাবা-মা এর সাথে বসে আমি ভাত খাইলাম। তার 1 ঘন্টা ঘুমাইলাম। আমার আবার "Photo and vdieo edit করতে ভালো লাগে। তাই আমি অবসরে ছবি তুলি এবং edit করি৷ এই কাজটির গাশাপাশি বড় ভাই বোন দের সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে কথাও বলি।
বিকালে আমাদের এখানে একটা মাঠ আছে৷ ওখানে বন্ধুরা মিলে ক্রিকেট খেলি৷ কোনদিন ফুটবল খেলি৷ তারপর মাগরিবের আজান দিলে বাড়ি চলে আসি। বাসায় মাগরীবের নামাজ আদায় করি৷ তারপর নাস্তা খাই৷ চা ও বিস্কুট খেয়ে পড়তে বসি। রাত ১০ টা পর্যন্ত বই পড়ি৷ তারপর রাতের খাবার খাই৷ তারপর একটু টিভি দেখি। তারপর বাবাকে পড়া দেই। তারপর বাবা-মা ঘুমায় যায়৷ আমি মোবাইল নিয়ে বন্ধুদের সাথে facebook এ গল্প করি৷ যখন ঘুম আসে। মোবাইল টেবিলের উপর রেখে ঘুমায় পরি৷
এভাবেই প্রতিদিনের সময় গুলো কেটে যায়।
বাংলা ব্লগ লেখার জন্য ধন্যবাদ৷ কারণ বাংলা আমাদের মাতৃভাষা। আর আমরা বাংলায় ব্লগ লিখে যতটুকু স্বাচ্ছন্দবোধ করি৷ সেটা ইংরেজি ভাষায় লিখে করি না৷ তাছাড়া english লিখে নিজের মনের ভাব টা প্রকাশও করতে সমস্যা হয়৷ যাই হোক, সুন্দর ব্লগ লিখেছেন।
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
https://twitter.com/Rafiuzzamanars/status/1281465947690201092?s=20
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit
Thank you for taking part in The Diary Game on Steem.
Keep following @steemitblog for the latest updates.
The Steemit Team
Downvoting a post can decrease pending rewards and make it less visible. Common reasons:
Submit