ছবিতে যে ছোট ছোট চারার প্যাকেট দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একটি নার্সারির ছবি । নার্সারিটি বেশ বড়সড় দেখতে । ভিতরে ঢোকার পর ছোটো ছোটো চারা সারি চোখে পড়বে আপনার । বেশ অনেক খানি জায়গা জুড়েই রয়েছে এই ছোট গাছের সারি । আগে এত বড় পরিসরে নার্সারি আমার চোখে পড়েনি তেমন । অর্থাৎ আমার দেখা নার্সারিগুলোর মধ্যে এটিই সব থেকে বড় । শুধু ফুল গাছ নয় , নানা ধরনের ফল গাছ থেকে শুরু করে এমন সব গাছের চারা রয়েছে যেগুলো মূলত কাঠের জন্য আবাদ করা হয় । এক কথায় এখানে প্রায় সব ধরনের গাছের সন্ধান পাবেন আপনি ।
এমনকি আমার চোখে এমন সব বিরল প্রজাতির ফুল এর চারা চোখে পড়েছে যে যেগুলো আমার আগে কখনো দেখা হয়নি । শুধু গাছের সারি-ই নয় । এখানে এক পাশে বেশ বড় একটি মাটির ডিপিও রয়েছে । বলা যায় ছোটো খাটো মনুষ্য তৈরি পাহাড় । সেখানের মাটিগুলো চারা গাছের তল তৈরিতে ব্যবহৃত হয় ।
I do use Polish to edit photos. So that my photos looks very nice and more gorgeous. You can do anything with your picture using polish. I do recommend you to use polish as your photo editor. You can easily download it from Below
For Android || For IOS