বেগুনি রঙের বোতাম ফুল ।

in hive-119845 •  3 years ago 

IMG_20220403_123655.jpg

একে মুলত বোতাম ফুল হিসাবে ডাকা হয় । যদিও এর ইংরেজি একটি নাম রয়েছে । এর ইংরেজি নাম হচ্ছে গোমফ্রেনা গ্লোবুসা । আর একে বোতাম ফুল বলার কারণ হতে পারে এর বোতামের মতো আকৃতি । দেখতে অনেকটা ছোটোখাটো একটি বোতামের মতো । এই ফুলটি শুধু যে বেগুনি রঙের হয় তা না । এই ফুলটি মেজেন্টা , রক্তবর্ণ , লাল , কমলা , সাদা , গোলাপি ইত্যাদি বর্ণের হয় । আগে শুধু মধ্য আমেরিকার ব্রাজিল, পানামা এবং গুয়াতেমালা অঞ্চলের মধ্যে দেখা গেলেও বর্তমানে বিশ্বব্যাপী জন্মাতে দেখা যায় এই ফুলটি ।

এই ফুলটি গ্রীষ্মমন্ডলীয় অঞ্চলের বলে ধরে নেওয়া হয় । কারণ এটি খুব তাপ সহনশীল এবং মোটামুটি খরা প্রতিরোধী হলেও পূর্ণ সূর্যালো এবং নিয়মিত আর্দ্রতার মধ্যে ভালো জন্মায় । বিভিন্ন দেশের নারীরা নিজেদের সৌন্দর্য বর্ধনে খোঁপার ভাজে গুঁজে দেয় এই ধরনের ফুল । আর সৌন্দর্য্য তো সৌন্দর্য্য বাড়ায় এটা সবার জানা কথা ।


Polish_20210609_172244341.jpg

I do use Polish to edit photos. So that my photos looks very nice and more gorgeous. You can do anything with your picture using polish. I do recommend you to use polish as your photo editor. You can easily download it from Below


For Android || For IOS


Earn Crypto for Publishing and Reading Join Now - Registration is Free and Instant. Publish0x is a Blogging website where you can earn money just by tipping peoples. You can also Create post there and earn by them. Join the awesome Website Today!




** TᕼᗩᑎK YOᑌ **

ʄօʟʟօա | Share | ʊքʋօȶɛ

Authors get paid when people like you upvote their post.
If you enjoyed what you read here, create your account today and start earning FREE STEEM!